বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) পশ্চিমবঙ্গ ও অসমে সন্ত্রাসের জাল ছড়ানোর চেষ্টা করছিল। এই মর্মে মুর্শিদাবাদ জেলা জজের আদালতে চার্জশিট পেশ করল বাংলার এসটিএফ। বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের ধারায় মামলা দায়ের হয়েছিল এবিটির আট নেতার বিরুদ্ধে। চার্জশিটে তাদের নামের উল্লেখ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল মুস্তাকিম, সাজিবুল, আব্বাস, মিনারুল ও সাদ।
কী বলছে চার্জশিট?
এবিটির শিকড় অসমে। সেখান থেকে তারা বাংলায় ঢোকে। মুস্তাকিমেরা সংগঠনের বিভিন্ন শাখার মাথা। সাজিবুলকে জেরা করে জানা গিয়েছে, মুর্শিদাবাদ ও মালদহের তিনটি পর্যটনকেন্দ্রে বছরের শুরুতেই হামলা চালানোর ছক কষা হয়েছিল। সংগঠনটি অস্ত্র কেনার পরিকল্পনাও করছিল।
বাংলার এসটিএফ দাবি করেছে, অসম পুলিশ মুর্শিদাবাদ থেকে এবিটি জঙ্গিদের গ্রেফতার করলেও আগেই থেকে সংগঠনটি তাদের নজরে ছিল। অসম পুলিশ এবিটির জঙ্গিদের পরিকল্পনার কথা জানতে পেরে পশ্চিমবঙ্গ পুলিশকে সতর্ক করেছিল। এর পরেই বাংলার এসটিএফ তৎপর হয়।