Advertisement
E-Paper

শুনানি পিছিয়ে আজ, চলবে ভারতীর অনশন

মদন তামাঙ্গ হত্যা মামলার চার্জশিটে নাম থাকা বিমল গুরুঙ্গ, তাঁর স্ত্রী আশাদেবী, রোশন গিরি, বিনয় তামাঙ্গ সহ ২৩ জনকে গ্রেফতারের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ভারতী দেবী। সোমবার তাঁর অনশন দু’দিনে পড়ল। উচ্চ রক্ত চাপে ভোগা ভারতীদেবীর শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে বলে অখিল ভারতীয় গোর্খা লিগ সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০১:৫৯

মদন তামাঙ্গ হত্যা মামলার চার্জশিটে নাম থাকা বিমল গুরুঙ্গ, তাঁর স্ত্রী আশাদেবী, রোশন গিরি, বিনয় তামাঙ্গ সহ ২৩ জনকে গ্রেফতারের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ভারতী দেবী। সোমবার তাঁর অনশন দু’দিনে পড়ল। উচ্চ রক্ত চাপে ভোগা ভারতীদেবীর শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে বলে অখিল ভারতীয় গোর্খা লিগ সূত্রের খবর। নিহত গোর্খা লিগ নেতার স্ত্রী ভারতী দেবী এখন দলের সভানেত্রী। তবে তিনি ব্যক্তিগত ভাবে অনশন করছেন বলে জানিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টে গুরুঙ্গদের আগাম জামিনের আর্জি নিয়ে শুনানির কথা ছিল। শুনানির দিকে নজর ছিল অনশন মঞ্চের আশপাশে ভিড় করা জনতার। কিন্তু, শুনানি এক দিন পিছিয়ে মঙ্গলবার হবে বলে আদালত সূত্রের খবর। তাই অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন ভারতীদেবী। এই অবস্থায়, পুলিশ-প্রশাসনের তরফে ভারতীদেবীর শারীরিক পরিস্থিতির উপরে নজরদারি চলছে। তবে জবরদস্তি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা সরকারি তরফে ভাবা হচ্ছে না বলে জেলা প্রশাসনের কয়েক জন অফিসার দাবি করেছেন।

ঘটনাচক্রে, আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং জেলায় পৌঁছবেন। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করে রাতে কার্শিয়াঙে যেতে পারেন। না হলে আগামীকাল বুধবার মুখ্যমন্ত্রী পাহাড়ে যাবেন। কারণ, সে দিন দার্জিলিং পর্যটক আবাসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্যদের বৈঠক রয়েছে। ফলে, মুখ্যমন্ত্রীর সফরের সময়ে অনশন জারি থাকলে কী হবে তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের সময়ে পাহাড়ের মোর্চা বিরোধী ডেমোক্রেটিক ফ্রন্টের তরফে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা হবে কি না তা নিয়েও রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা চলছে।

গোর্খা জনমুক্তি মোর্চার সহকারী সাধারণ সম্পাদক জ্যোতি কুমার রাই বলেন, ‘‘আমরা চার্জশিটে থাকা ২৩ জনের মধ্যে ২২ জনের আগাম জামিনের জন্য আবেদন করেছি। সব নথিপত্র তৈরি করতে অনেক সময় লেগেছে। সে জন্য শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি হতে পারে।’’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘যে বিষয়টি বিচারাধীন তা নিয়ে কোনও আন্দোলন করে চাপ বাড়ানো ঠিক নয়।’’ মোর্চা সূত্রের খবর, রবিন সুব্বা নামে একজনের নাম চার্জশিটে নাম থাকলেও তিনি বহুদিন ধরে বাইরে রয়েছেন। সে জন্য তাঁর আগাম দামিনের আবেদন করা যায়নি বলে মোর্চার এক নেতা জানান।

রবিবার বিকেল থেকে দার্জিলিঙের ম্যাল চৌরাস্তায় অনশনে বসেছেন ভারতী দেবী। তাঁর দাবি, তাঁর স্বামী তথা গোর্খা লিগের তদানীন্তন সভাপতি মদন তামাঙ্গকে হত্যা মামলার চার্জশিটে বিমল গুরুঙ্গ সহ ২৩ জনের নাম রয়েছে। সিবিআই চার্জশিট পেশের পরে আদালত গুরুঙ্গদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি মঞ্জুর করেছে।

তার পরেও কেন গুরুঙ্গরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন কী ভাবে সেই প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতী দেবী। তিনি বলেন, ‘‘সভা চলাকালীন আমার স্বামীকে কী ভাবে কুপিয়ে মারা হয়েছে তা পাহাড়ের অনেক মানুষ দেখেছেন। সেই দৃশ্য কেউ ভুলতে পারেননি। এতদিন পরে সিবিআই মামলায় চার্জশিট দিয়েছে। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গুরুঙ্গদের বিরুদ্ধে। তবুও তাঁরা ধরা পড়ছে না। আমি স্ত্রী হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। তাই আমৃত্যু অনশন করব।’’

এ দিন দার্জিলিং ডুয়ার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা গত লোকসভা ভোটে ওই সংগঠনের দার্জিলিং কেন্দ্রের প্রার্থী মহেন্দ্র পি লামা গিয়ে ভারতী দেবীর সঙ্গে দেখা করেন। সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মহেন্দ্র পি লামা বলেন, ‘‘আমরা খুনের ঘটনার তীব্র নিন্দা করেছি ও করব। তবে বিচারাধীন বিষযে কিছু বলার নেই। এটা বলতে পারি, মানবিকতার খাতিরে ভারতী দেবীর সঙ্গে দেখা করেছি।’’

bharati tamang madan tamang murder case baharati tamang hunger strike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy