ময়মনসিংহে যুবক খুনের ঘটনার আঁচ পড়ল এ রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে। আমদানি-রফতানির ট্রাক আটকে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা। ট্রাকের পথ আটকে স্লোগানও দেন তাঁরা। শিলিগুড়ির ফুলবাড়ি হোক বা উত্তর ২৪ পরনার ঘোজাডাঙা বা পেট্রাপোল— রাজ্যের প্রায় সব সীমান্তে কমবেশি একই ছবি ধরা পড়ল বুধবার সকাল থেকে।
বাংলাদেশের যুবক দীপু দাস খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। মূলত হিন্দুত্ববাদী সংগঠনগুলিই বিক্ষোভের সামনের সারিতে রয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সামনে বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভ চলছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি ধরা পড়ে। এ বার সেই রেশ গিয়ে পড়ল ভারত-বাংলাদেশ সীমান্তেও।
বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে জড়ো হন ‘সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ’-এর সদস্যেরা। বাংলাদেশি ট্রাক সীমান্ত পার হওয়ার আগেই আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, ভারত থেকে কোনও দ্রব্য বাংলাদেশে পাঠানো যাবে না। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত। সেই কারণে মুহাম্মদ ইউনূস প্রশাসনের সঙ্গে সব রকম সম্পর্ক ‘ছিন্ন’ করার ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।
ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভকারী রাজেন্দ্র সাহা বলেন, ‘‘বাংলাদেশের সঙ্গে ভারত আর কোনও সম্পর্ক রাখবে না। বাংলাদেশে কী ভাবে দীপু দাসকে খুন করা হয়েছে, তা গোটা বিশ্ব দেখেছে। তার পরেও সেখানকার নেতারা ভারতবিদ্বেষী মন্তব্য করছেন। আমরা তাই বাংলাদেশে রফতানি আটকাচ্ছি।’’ বিক্ষোভের কারণে ঘোজাডাঙা সীমান্তে ওল্ড সাতক্ষীরা রোডে বহু পণ্যবোঝাই ট্রাক আটকে পড়ে। শুধু ঘোজাডাঙায় নয়, উত্তর ২৪ পরগনার পেট্রপোল সীমান্তেও বাংলাদেশি ট্রাক আটকে বিক্ষোভ চলছে।
ঘোজাডাঙা সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশি ট্রাক। —নিজস্ব চিত্র।
উত্তরবঙ্গের মালদহে ঘুচিয়া সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। ফুলবাড়ির ভার-বাংলাদেশ সীমান্তে গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। এ ছাড়াও, সীমান্তের অভিবাসন কেন্দ্রের বাইরেও বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
অন্য দিকে, বুধবার বিজেপির পূর্বঘোষিত ‘হাওড়া ব্রিজ অবরোধ’ কর্মসূচিকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায়। তবে হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার উপর বসে পড়েন তাঁরা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতে রণক্ষেত্রের চেহারা নেয়। মঙ্গলবার কলকাতা এবং দিল্লিতেও দীপু দাসের প্রতিবাদে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি।