বসিরহাটের বাসিন্দা কার্তিক ঘোষের মৃত্যু নিয়ে বিজেপি-তৃণমূলের গণ্ডগোলের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বিক্ষোভের মুখে পড়েন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এমনকী, দু’পক্ষের মধ্যে মধ্যে হাতাহাতিও হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দু’পক্ষের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের দু’টি ইমার্জেন্সি গেট।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ। বিজেপি-র দাবি, বসিরহাটের অশান্তির জেরে মৃত্যু হয়েছে আরএসএস কর্মী কার্তিক ঘোষের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে আনা হয়। এর পরেই তাঁর মৃত্যু হয়। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: শান্তির খোঁজে বুথ-বাহিনী