Advertisement
০৪ জুন ২০২৪
BJP

জন-অভিযোগ জানতে বিজেপির উদ্যোগ

কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, বিজেপি এ রাজ্যে শাসনক্ষমতায় নেই। তা হলে মানুষের অভিযোগের সুরাহা তারা কী ভাবে করবে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:১০
Share: Save:

পুরভোটকে সামনে রেখে জনসংযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ই মেল আইডি চালু করবে বিজেপি। সাধারণ মানুষ সেই নম্বরে এবং ই মেলে নিজেদের অভাব-অভিযোগ, এলাকার সমস্যা, এমনকি, পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। আইসিসিআর-এ শনিবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ওই হোয়াটসঅ্যাপ নম্বর বা ই মেলে মানুষের অভিযোগ আমরা জানব। তার পর তা নিয়ে প্রচার এবং আন্দোলন হবে।’’

কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, বিজেপি এ রাজ্যে শাসনক্ষমতায় নেই। তা হলে মানুষের অভিযোগের সুরাহা তারা কী ভাবে করবে? তা হলে কি দলের কর্মী-সমর্থকদের দিয়েই ওই নম্বর এবং মেলে অভিযোগ পাঠিয়ে ভোটের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দেখানোর পরিকল্পনা করেছে তারা? তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, ‘‘এত দিন তো বিরোধীদের মধ্যে দেশদ্রোহী খুঁজেই বিজেপির সময় গেল। এখন মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর বুঝেছে, মানুষের দাবি নিয়ে পথে নামা দরকার। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আর কে ওদের কাছে অভিযোগ জানাতে যাবে? নিজেরাই খাতা ভরিয়ে নাটক করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE