Advertisement
০৩ মে ২০২৪

বৈঠক কবে, জানতে নবান্নে চিঠি বিজেপির

রথযাত্রা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রশাসন কবে, কখন বৈঠকে বসবে, চিঠিতে সেই কথাই জানতে চান তাঁরা। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০৩:১৯
Share: Save:

শনিবার বিকেলে সাধারণত ছুটির আমেজ থাকে নবান্নে। কিন্তু এ দিন আচমকাই সাজ সাজ রব। বিজেপির প্রতিনিধিদলের আসার খবরে। পুলিশ টানটান। ছুটির দিনেও একে একে সচিবালয়ে এলেন স্বরাষ্ট্রসচিব, এডিজি (আইনশৃঙ্খলা)। মুখ্যসচিব আগে থেকেই ছিলেন নবান্নে। মিনিট ৪০ নাটকের পরে শেষ পর্যন্ত খিড়কি দরজা দিয়ে নবান্নে এসে গেটেই চিঠি জমা করে যান বিজেপি নেতারা। রথযাত্রা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রশাসন কবে, কখন বৈঠকে বসবে, চিঠিতে সেই কথাই জানতে চান তাঁরা।

বিকেল ৩ টে ৩৫ মিনিটে বিজেপি নেতা মুকুল রায় এবং জয়প্রকাশ মজুমদারের গাড়ি নবান্নের সামনে পৌঁছয়। পুলিশ তাঁদের নিয়ে গিয়ে নবান্নের উঠোনে দর্শনার্থীদের বরাদ্দ ঘরে বসায়। বন্ধ করে দেওয়া হয় সব গেট। এলাকা ঘিরে রাখেন শ’খানেক পুলিশকর্মী। মোবাইলে ছবি তুলতে থাকেন গোয়েন্দা বিভাগের কর্মীরাও। প্রশাসনিক কোনও কর্তা মুকুলদের সঙ্গে দেখা করেননি। ডিজি’র কন্ট্রোল রুমে তাঁদের চিঠি জমা নেওয়া হয়। এই টান টান নাটক চলে ৪ টে ২০ মিনিট পর্যন্ত। নবান্ন থেকে বেরিয়ে মুকুল বলেন, ‘‘সরকারকে বলে গেলাম, আমরা তৈরি। ১ ঘণ্টার নোটিসে এসে বৈঠকে বসব।

কবে, কোথায়, কখন বৈঠক হবে, তা তো ওদের (রাজ্য সরকার) বলার পালা।’’ প্রশাসনিক কর্তারা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Nabanna Rath Yatra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE