Advertisement
১০ নভেম্বর ২০২৪

স্কুলছুটের হার বেশি ছেলেদেরই  

কলকাতায় এক অনুষ্ঠানে তিনি জানান, উচ্চ প্রাথমিক স্তরে বাংলার ৫.৮ শতাংশ ছেলে স্কুলছুট। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই প্রবণতা সব থেকে বেশি। সামগ্রিক ভাবে ছবিটা উদ্বেগজনক।

মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে স্কুলছুটের প্রবণতা বেশি।

মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে স্কুলছুটের প্রবণতা বেশি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৫:৫৬
Share: Save:

কন্যাশ্রীর মতো প্রকল্প চালু হওয়ার পরে পশ্চিমবঙ্গে মেয়েদের মধ্যে স্কুলছুটের প্রবণতা কমছে। কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় এখানে ছেলেদের মধ্যে স্কুলছুটের প্রবণতা বেশি বলে মঙ্গলবার জানালেন ভারতে ইউনিসেফের দায়িত্বে থাকা ইয়াসমিন আলি হক।

কলকাতায় এক অনুষ্ঠানে তিনি জানান, উচ্চ প্রাথমিক স্তরে বাংলার ৫.৮ শতাংশ ছেলে স্কুলছুট। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই প্রবণতা সব থেকে বেশি। সামগ্রিক ভাবে ছবিটা উদ্বেগজনক। ইউনিসেফের পর্যবেক্ষণ, মূলত রোজগারের তাগিদেই ছেলেদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। এতে তাদের শিক্ষার ক্ষতি তো হচ্ছেই, ঘোরালো হচ্ছে শিশুশ্রমের মতো সামাজিক সমস্যাও। ইয়াসমিন জানান, শিক্ষার অধিকার বজায় রাখতে সরকারি ও বেসরকারি বহু প্রকল্পে একযোগে কাজ হচ্ছে। অধিকার সম্পর্কে শিশুরা কতটা সচেতন, তা খতিয়ে দেখা প্রয়োজন। স্বনির্ভরতা গড়ে তুলতে প্রশিক্ষণও জরুরি। তা হলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।

অন্য বিষয়গুলি:

School Drop Out UNICEF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE