Advertisement
২৩ এপ্রিল ২০২৪
By-election

বিপুল জয় তৃণমূলের, বামেদের থেকে অনেক এগিয়ে বিজেপি

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর শূন্য হয়েছিল হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া কেন্দ্রটি শূন্য হয়েছিল কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের প্রয়াণে। গত ২৯ জানুয়ারি এই দুই আসনে ভোট হয়।

জয়ের পর হিন্দি গানের সঙ্গে এ ভাবেই শরীর দোলালেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী সুনীল সিংহ। ছবি: সজল চট্টোপাধ্যায়।

জয়ের পর হিন্দি গানের সঙ্গে এ ভাবেই শরীর দোলালেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী সুনীল সিংহ। ছবি: সজল চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৮
Share: Save:

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী সুনীল সিংহ। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়।

উলুবেড়িয়ার ভোট গণনা হচ্ছে দু’টি কেন্দ্রে— বাণীতবলার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বেলপুকুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে। অন্য দিকে, নোয়াপাড়ার ভোট গণনা হচ্ছে ব্যারাকপুরের মহকুমাশাসকের অফিসে। সব গণনাকেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ, সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা, কংগ্রেসের মুদাস্সর ওয়ারশি এবং বিজেপি-র অনুপম মল্লিক।

অন্য দিকে, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুনীল সিংহ, সিপিএমের গার্গী চট্টোপাধ্যায়, কংগ্রেসের গৌতম বসু এবং বিজেপি-র সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দুই কেন্দ্রে দাপিয়ে বেড়াল শাসকই

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর শূন্য হয়েছিল হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া কেন্দ্রটি শূন্য হয়েছিল কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের প্রয়াণে। গত ২৯ জানুয়ারি এই দুই আসনে ভোট হয়।

দুই কেন্দ্রের মধ্যে উলুবেড়িয়া ছিল তৃণমূলের হাতেই। আর গত বিধানসভা ভোটে বামেদের সমর্থনে নোয়াপাড়ায় জয়ী হয়েছিলেন কংগ্রেসের মধুসূদন ঘোষ।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের সাজদা আহমেদ।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র অনুপম মল্লিকের থেকে ৪,৭৪,৫১০ ভোট বেশি পেয়ে জিতলেন সাজদা

সাজদা আহমেদের প্রাপ্ত ভোট ৭,৬৭,৫৫৬।

উলুবেড়িয়ায় দ্বিতীয় স্থান পেলেন বিজেপি-র অনুপম মল্লিক।

অনুপম মল্লিকের প্রাপ্ত ভোট ২,৯৩,০৪৬

সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা পেয়েছেন ১,৩৮,৮৯২

কংগ্রেসের মুদাস্সর ওয়ারশি পেয়েছেন ২৩,১০৯টি ভোট।

উলুবেড়িয়ায় নোটায় পড়েছে পড়েছে ১১,৭৬৮টি ভোট।

• দুপুর ৩.৩০ পর্যন্ত:

• দুপুর ৩.৩০ পর্যন্ত:

১৬ রাউন্ডের গণনা শেষ।

১৬ রাউন্ডের শেষে তৃণমূলের প্রার্থী ৬৬৪৯৬৭ ভোটে এগিয়ে।

সকাল ১১.০৫:

তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ ৬৮,৫০৩ ভোটে এগিয়ে।

দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি-র অনুপম মল্লিক।

তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা।

• সকাল ১০.১৩: ২৩২০৪ ভোটে এগিয়ে তৃণমূল।

৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ।

দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম।

তৃতীয় স্থানে রয়েছে বিজেপি।

পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে তৃণমূল।

সকাল ৯টা থেকে ভোটগণনা শুরু হল।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র

জয়ের পর সুনীল সিংহ বলেন, “মানুষের জন্য কাজ করব। মানুষের সেবা করব।”

কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১০,৫২৭।

চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেসের গৌতম বসু।

সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ৩৫, ৪৯৭।

তৃতীয় স্থানে সিপিএমের গার্গী চট্টোপাধ্যায়।

বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৩৮, ৭১১।

দ্বিতীয় স্থানে বিজেপি-র সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

৫৪ শতাংশ ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিংহ।

তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১,১১,৭২৯।

• সকাল ১০.৪০: নোয়াপাড়ায় ৬৩০১৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুনীল সিংহ।

• সকাল ১০.১৮: ৬০৩১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুনীল সিংহ।

একাদশ রাউন্ডের গণনা শেষে ৪৭৭৬৩ ভোটে এগিয়ে তৃণমূল।

• সকাল ১০.০৯: একাদশ রাউন্ডের গণনা শেষ।

• সকাল ৯.৫৫: দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের গার্গী চট্টোপাধ্যায় এবং তৃতীয় স্থানে বিজেপি-র সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় স্থানের জন্য বিজেপি এবং‌ সিপিএম প্রার্থীর মধ্যে কড়া টক্কর।

• সকাল ৯.৫০: নবম রাউন্ডের গণনা শেষে ৪১০৬৩ ভোটে এগিয়ে তৃণমূল।

নবম রাউন্ডের গণনা শেষ।

অষ্টম রাউন্ডের শেষে ৩৫৬০০ ভোটে এগিয়ে তৃণমূলের সুনীল সিংহ।

অষ্টম রাউন্ডের গণনা শেষ।

সপ্তম রাউন্ডের শেষে ৩২৬২৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

সপ্তম রাউন্ডের গণনা শেষ।

ষষ্ঠ রাউন্ডের শেষে ২৯৮৩৭ ভোটে এগিয়ে তৃণমূলের সুনীল সিংহ।

ষষ্ঠ রাউন্ডে সিপিএম এবং বিজেপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।

ষষ্ঠ রাউন্ডের ভোটগণনা শেষ।

তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের গার্গী চট্টোপাধ্যায়।

দ্বিতীয় স্থানে বিজেপি-র সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে ২৩৩৯৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিংহ।

সিপিএম প্রার্থীর থেকে সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে ১৯২৮২ ভোটে এগিয়ে তৃণমূল।

তৃতীয় স্থানের গণনা শেষ।

এই মহূর্তে ১২৯৯২ ভোট পেয়ে প্রথম স্থানে তৃণমূল প্রার্থী।

দ্বিতীয় রাউন্ডের ভোটগণনা শেষ।

মোট ১৫ রাউন্ড গণনা হবে।

বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ২২৮৬।

২২৯০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়।

৫০৩৯ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন তৃণমূলের সুনীল সিংহ।

প্রথম রাউন্ডেই এগিয়ে তৃণমূল।

প্রথম রাউন্ডের গণনা চলছে।

দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

৪৮১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিংহ।

সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE