বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিবাহিত মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কংগ্রেস নেতা সইদুর রহমানের গ্রেফতারের ঘটনায় কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা সোমবার নির্দেশ দেন, মঙ্গলবার বেলা ২টোয় কেস ডায়েরি পেশ করতে হবে।
এ দিন পুলিশ বা সরকারি কৌঁসুলি, কেউই কোর্টে হাজির ছিলেন না। পুলিশকে সওয়ালের সুযোগ দিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, মঙ্গলবারেও যদি সরকার পক্ষের কেউ উপস্থিত না-থাকেন, সে-ক্ষেত্রে জামিন নিয়ে পুলিশের তরফে কোনও আপত্তি নেই বলে ধরে নেওয়া যেতে পারে।
এক বিবাহিত মহিলা সাগরদিঘির কংগ্রেস নেতা সইদুরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনেন। ধর্ষণের মামলা রুজু করে ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সইদুরের স্ত্রী। এ দিন কোর্টে তাঁর আইনজীবী কৌস্তভ বাগচী, দেবায়ন ঘোষ ও প্রীতি কর জানান, ওই নেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। সহবাসের কথা বলা হলেও তা কোন সময়ে হয়েছে, তার কোনও নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ নেই অভিযোগপত্রে।
আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেখানে কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত সইদুর। ওই কেন্দ্রে এ বার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী ভোটে লড়ছেন। এমন সময়ে সইদুরের গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে অভিযোগ কৌস্তভের। কিছু দিন আগেই পুরুলিয়ার ঝালদা পুরসভার নির্বাচনের আগে ও পরে পুলিশের বিরুদ্ধে বিরোধীদের হেনস্থা করার অনুরূপ অভিযোগ উঠেছিল।
সইদুরের বিরুদ্ধে মামলায় ধর্ষণের ধারা (ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা) যুক্ত করেছে পুলিশ। এ দিন কোর্টের পর্যবেক্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস যে ধর্ষণ নয়, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তা জানিয়ে দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)