Advertisement
০৭ ডিসেম্বর ২০২৫
WB Panchayat Election 2023

বসিরহাটের ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা নিতে হবে শুক্রবার, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্‌হার

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হা।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হা। ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৭:৪৭
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৫:৩৮ key status

বিকেল ৪টে পর্যন্ত বসিরহাটের ৪টি ব্লকের ৬০ বিজেপি প্রার্থীকে মনোনয়ন দিতে অনুমতি

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। মনোনয়ন জমা দিতে অসুবিধা হচ্ছে বলে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দিয়েছিল, যে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের পুলিশি নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে। কিন্তু তার পরও বসিরহাটের চারটি ব্লকের বিজেপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ ওঠে। শুক্রবার এই অভিযোগে আবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে বিজেপির আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, হাই কোর্টের নির্দেশে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েও মনোনয়ন দেওয়া যায়নি। তাই মনোনয়নের দিন বাড়িয়ে সময় দেওয়া হোক। এই আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মনোনয়নের দিন বাড়ানো নিয়ে কমিশনের অবস্থান জানতে চান বিচারপতি। পরে দুপুরে শুনানির পর বিচারপতি নির্দেশ দেন, এই প্রার্থীরা শুক্রবার বিকেল চারটের মধ্যে মনোনয়ন জমা দিতে পারবেন। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করবে বসিরহাট জেলা পুলিশের সুপার।

timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:৪১ key status

বসিরহাটের ৪টি ব্লকের ৬০ জন প্রার্থীকে সুযোগ

বসিরহাটের ৪টি ব্লক— সন্দেশখালি-১ এবং ২, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়ার ৬০ জন প্রার্থীর জন্য মনোনয়নের সময়সীমা বাড়ানো হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:৪০ key status

নির্দেশনামার জন্য অপেক্ষা করতে হবে না, কারণ সময় নেই, বললেন বিচারপতি

আদালতের নির্দেশ, ‘‘সময় নেই! তাই নির্দেশনামার জন্য অপেক্ষা করার দরকার নেই। আদালতে শুনানির ভার্চুয়াল লিঙ্ক রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। এই লিঙ্কে নির্দেশ শুনেই পদক্ষেপ করতে হবে।’’

timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:৩৭ key status

শুধু রাস্তা টপকে এ পারে আসবেন: বিচারপতি

বসিরহাট মহকুমাশাসকের দফতরের বিপরীতে বিজেপির দলীয় কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত। তাঁরা শুধু রাস্তা টপকে এ পারে আসবেন। পুলিশ নিরাপত্তা দিয়ে প্রার্থীদের মহকুমা শাসকের দফতরে ঢোকাবেন, নির্দেশ বিচারপতির।

timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:৩৬ key status

৪টের মধ্যে উপস্থিত থাকলেই মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

বিচারপতির নির্দেশ, বিকেল ৪টের মধ্যে যাঁরা উপস্থিত হবেন, তাঁদের সবার মনোনয়নপত্র মহকুমাশাসককে গ্রহণ করতে হবে।

timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:৩৫ key status

বসিরহাটের জেলা পুলিশ সুপারকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে

যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পেয়েছেন, তাঁদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিয়ে আবার নিয়ে যাওয়া হবে। সব প্রার্থীকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে বলে বসিরহাট জেলা পুলিশের সুপারকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্‌হা। 

Advertisement
timer শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:২৯ key status

মনোনয়ন জমা না দিতে পারা প্রার্থীদের জন্য নির্দেশ হাই কোর্টের

বসিরহাটের চারটি ব্লকের যে সব বিজেপি প্রার্থী বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও মনোনয়ন জমা দিতে পারেননি, শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিজেপি এই ব্যাপারে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে আবেদন করেছিল। অভিযোগ ছিল, হাই কোর্টের নির্দেশানুসারে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েও মনোনয়ন দেওয়া যায়নি। তাই মনোনয়নের দিন বাড়িয়ে সময় দেওয়া হোক। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy