ছেলে এবং পুত্রবধূর আইনি বিচ্ছেদের জেরে বাড়ি থেকে ‘বিতাড়িত’ হয়েছিলেন এক বৃদ্ধা। শেষমেশ তাঁকে ঘরে ফেরানোর ব্যবস্থা করল কলকাতা হাই কোর্ট। মাথার উপরে ছাদ ফিরে পেতে সম্প্রতি ওই বৃদ্ধা আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ওই বৃদ্ধাকে নিজের বাড়িতে থাকতে দিতে হবে। তাঁর পুত্রবধূকে সতর্ক করে বিচারপতি জানান যে নির্দেশ না মানলে বৃদ্ধার পুত্রবধূকেই বাড়ি থেকে উৎখাতের নির্দেশ দেবেন তিনি। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে পারিবারিক বিবাদে জর্জরিত প্রবীণ নাগরিকেরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত তাঁদের সমস্যার সুরাহা করেছে এবং সন্তানদের কড়া হুঁশিয়ারিও দিয়েছে।
আদালতে বৃদ্ধার আইনজীবী জানান, তাঁর মক্কেলের ছেলে এবং পুত্রবধূর বিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যে পুত্রবধূ স্থানীয় দুষ্কৃতীদের নিয়ে এসে বাড়ি দখল করেন। বাড়ির মূল দরজা, রান্নার ঘর, বাথরুম এমনকি ফ্রিজ, আলমারিতেও তালা দেন তিনি। অভিযোগ, শাশুড়িকে হেনস্থা করার জন্য বাড়িতে সাইরেন লাগিয়ে তীব্র আওয়াজ করছেন পুত্রবধূ। যদিও অভিযোগ অস্বীকার করে পুত্রবধূর আইনজীবীর দাবি, শ্বশুরবাড়িতে থাকার অধিকার রয়েছে তাঁর মক্কেলের। মধ্যস্থতার মাধ্যমে সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকার মহিলার দাবি করেছেন তিনি।
সওয়াল-জবাব শুনে পুত্রবধূর আইনজীবীর উদ্দেশে বিচারপতি অমৃতা সিংহ বলেন, “আপনি শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করছেন! শাশুড়ির সাথে যা ব্যবহার করছেন তা আপনার সন্তান শিখছে এবং ভবিষ্যতে আপনার সাথেও তেমন ব্যবহার করবে। সন্তানকে ভাল শিক্ষা দিন, ঠিক মতো বেড়ে ওঠার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করুন।”
এর পরেই ওই বৃদ্ধাকে বাড়ির চাবি, বাড়িতে অবাধ চলাফেরা ও সুযোগসুবিধা ব্যবহার করতে দেওয়ার নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি ২০ মে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)