একে তো ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার উপর আড়াই মাসের মধ্যে দু’বার করোনার কবলে বাগুইআটির শ্রাবণী সরকার। এতেই শেষ নয়। দু’বার করোনা আক্রান্ত হওয়ার পরেও করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়নি শ্রাবণীর শরীরে। যা কিছুটা বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রথম বার করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতে চিকিৎসা করে সুস্থ হয়ে যান শ্রাবণী। কিন্তু দ্বিতীয় বার প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় ফুলবাগানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। দেওয়া হয় রেমডেসিভির ওষুধও। চিকিৎসক দেবরাজ যশের তত্ত্বাবধানে করোনার চিকিৎসা চলে তাঁর। দেবরাজের কথায়, ‘‘ প্রথম বারের থেকে দ্বিতীয় বার করোনা বাড়াবাড়ি রূপ নেয়। কিন্তু আড়াই মাসের মধ্যে দু’বার করোনা আক্রান্ত হয়েও কোনও অ্যান্টিবডি তৈরি না হওয়াকে স্বাভাবিক ঘটনা বলা যায় না।’’
করোনা আক্রান্ত হওয়ার পর সাধারণত ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। পরের বার একই ভাইরাস আক্রমণ চালালে দেহের মেমরি সেল সচেতন হয়ে ওঠে এবং শরীরে থাকা অ্যান্টিবডি রোগ প্রতিরোধ করে। কিন্তু শ্রাবণীর মতো যাঁরা কঠিন রোগে আক্রান্ত বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমে যেতে বা দুর্বল হয়ে পড়তে পারে। তখন এই ধরনের ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।