Advertisement
১৮ মে ২০২৪

ছোট লগ্নি সংস্থায় সিবিআই তল্লাশি

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তভার সিবিআই-কে দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, অন্যান্য বেসরকারি লগ্নি সংস্থাতেও তাদের তদন্ত করতে হবে। এই অবস্থায় সারদা ও রোজ ভ্যালির পাশাপাশি অন্যান্য অভিযুক্ত অর্থ লগ্নি সংস্থাতেও তল্লাশি শুরু করল ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সপ্তাহ দুয়েক আগে আসদা নামে একটি লগ্নি সংস্থার বিভিন্ন অফিসে হানা দিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার এ রাজ্য মঙ্গলদীপ ল্যান্ড প্রোমোটার লিমিটেড নামে একটি লগ্নি সংস্থার ছ’টি শাখায় হানা দেয় সিবিআইয়ের পাঁচটি দল। ওই সংস্থার দুই ডিরেক্টর রঞ্জিত চক্রবর্তী ও মানসী চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০৩:১৬
Share: Save:

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তভার সিবিআই-কে দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, অন্যান্য বেসরকারি লগ্নি সংস্থাতেও তাদের তদন্ত করতে হবে। এই অবস্থায় সারদা ও রোজ ভ্যালির পাশাপাশি অন্যান্য অভিযুক্ত অর্থ লগ্নি সংস্থাতেও তল্লাশি শুরু করল ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

সপ্তাহ দুয়েক আগে আসদা নামে একটি লগ্নি সংস্থার বিভিন্ন অফিসে হানা দিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার এ রাজ্য মঙ্গলদীপ ল্যান্ড প্রোমোটার লিমিটেড নামে একটি লগ্নি সংস্থার ছ’টি শাখায় হানা দেয় সিবিআইয়ের পাঁচটি দল। ওই সংস্থার দুই ডিরেক্টর রঞ্জিত চক্রবর্তী ও মানসী চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

তদন্তকারীরা জানান, জমি ও আবাসনের বিভিন্ন প্রকল্প দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলেছিল মঙ্গলদীপ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই সংস্থা বাজার থেকে ৫৫০ কোটি টাকা তুলেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই অর্থ লগ্নি সংস্থার মূল অফিস দক্ষিণ কলকাতার সেলিমপুর এলাকায়। তবে কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে ওড়িশায়। সেখানকার ভদ্রক এলাকার শহর অফিসেও তল্লাশি চালানো হয়েছে।

এক সিবিআই-কর্তার কথায়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পশ্চিমবঙ্গে সারদা, রোজ ভ্যালি ছাড়াও প্রায় ২৪৭টি ছোট অর্থ লগ্নি সংস্থা বাজার থেকে টাকা তোলা শুরু করেছিল। প্রায় সব ক’টি সংস্থাই টাকা তোলার পরে দফতর তুলে দিয়ে ফেরার হয়ে গিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ছোট অর্থ লগ্নি সংস্থার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কয়েকটি ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের সঙ্গে ওই সব সংস্থার যোগসূত্র পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE