Advertisement
E-Paper

কাজের দিশা দেখাতেও উদ্যোগ ছাত্র পরিষদে

প্রতি বছরের মতো এ বারও ২৮ অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে মহাজাতি সদনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ০৪:২৩
ছাত্র পরিষদ।

ছাত্র পরিষদ।

রাজনীতির পাঠ যেমন থাকার, থাকছে। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কাজের খোঁজ দিতে এ বার চাকরি সংক্রান্ত প্রশিক্ষণের হদিশও দিতে চলেছে কংগ্রেসের ছাত্র সংগঠন। শুধু মতাদর্শের কথায় আজকের দিনে তরুণদের সংগঠনে টেনে রাখা সম্ভব হচ্ছে না বুঝেই এমন অভিনব উদ্যোগ কংগ্রেস নেতৃত্বের।

প্রতি বছরের মতো এ বারও ২৮ অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে মহাজাতি সদনে। ছাত্র সংগঠনের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র-সহ দলের রাজ্য নেতৃত্বের থাকার কথা। মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মের ১৫০ বছর এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মের ৭৫ বছর পালন উপলক্ষে বছরভর নানা কর্মসূচিতে ছাত্র পরিষদকে সামিল করার কথা ঘোষণা হবে সেখানে। সেই সঙ্গে এ বারই প্রথম পেশাদারি বা বৃত্তিমূলক নানা কোর্স এবং চাকরি সংক্রান্ত প্রশিক্ষণ কোথায় কী ভাবে পাওয়া যায়, তার হদিশ জানাতে ‘প্রেজেন্টশন’-এর ব্যবস্থা থাকছে। ইলেক্ট্রনিক্স, তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা ক্ষেত্রে, মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন-সহ নানা ক্ষেত্রে অল্প খরচে কোর্স করে বা হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে জীবিকার ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াতে সংগঠনের কর্মীদের সহায়তা দেওয়াই ছাত্র পরিষদে এমন উদ্যোগের উদ্দেশ্য।

প্রদেশ কংগ্রেসের এক সাধারণ সম্পাদকের কথায়, ‘‘মতাদর্শ এবং শৃঙ্খলা ছাড়া রাজনীতি হয় না। সেই বিষয়গুলো থাকবেই। কিন্তু সাধারণ ঘরের ছেলেমেয়েদের কাছে কর্মসংস্থান এখন বড় চিন্তা। বিরাট মেধা বা বেশি খরচ ছাড়াও কোথায় কী ভাবে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ পাওয়া যেতে পারে, সে ব্যাপারে তাই পরামর্শ পেলে ছাত্র সংগঠনের কর্মীরা উপকৃত হবেন।’’ এখনকার রাজনৈতিক লড়াইয়ে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম ব্যবহারের কদর অনেক। প্রশিক্ষণ পেয়ে তরুণ কর্মীরা সংগঠনের নিজস্ব কাজেও সাহায্য করতে পারবেন বলে কংগ্রেস নেতৃত্বের আশা।

West Bengal State Chhatra Parishad Congress Guidance Skill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy