Advertisement
E-Paper

ছাত্র খুনের তদন্তে সিআইডি, তাপসের হয়ে লড়তে রাজি হলেন না কোনও আইনজীবী

ডায়মন্ড হারবারে ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিককে ১৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল আদালত। তাপস মল্লিকের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হল মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ১৫:০৬

ডায়মন্ড হারবারে ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিককে ১৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল আদালত। তাপস মল্লিকের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হল মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

ডায়মন্ড হারবারের হরিনডাঙায় মোষ চুরির অভিযোগে আইটিআই ছাত্র কৌশিক পুরকাইতকে গণপ্রহারে খুন করা হয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তাপস মল্লিকের নির্দেশেই ওই গণপ্রহারের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর থেকে দিন দু’য়েক তাপস বেপাত্তা ছিলেন। তাপসের গ্রেফতারির দাবিতে জনরোষ আছড়ে পড়ে তাপসের গ্রামেই। ভাঙচুর চালানো হয় একাধিক বাড়িতে। আগুনও লাগানো হয়। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায় তাপস মল্লিক গ্রেফতার হন। মোবাইল ট্র্যাক করে তাপসকে গ্রেফতার করার পর দত্তপুকুর থানা তাঁকে ডায়মন্ড হারবার থানার হাতে তুলে দেয়। আজ, শুক্রবার তাপস মল্লিককে ডায়মন্ড হারবার আদালতে তোলে পুলিশ। তাঁকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত ১৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।

আরও পড়ুন:

ছাত্র খুনের তদন্তে সিআইডি, তাপসের হয়ে লড়তে রাজি হলেন না কোনও আইনজীবী

এ দিন ডায়মন্ড হারবার আদালতে কোনও আইনজীবী তাপস মল্লিকের হয়ে সওয়াল করতে রাজি হননি। তাপসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে নবান্নও। ছাত্র খুনের ঘটনার সিআইডি তদন্ত করানোর জন্য মুখ্যমন্ত্রীর দফতর শুক্রবার দুপুরে নির্দেশ দিয়েছে। ২৬ মে ফের আদালতে পেশ করা হবে তাপস মল্লিককে।

Tapas Mallik Arrest Police Custody No Lawyer CID Probe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy