Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাজি ফেটে ক্লাবকর্তাও জখম, ধৃত দুই সদস্য

অনুমতি ছাড়াই চলছিল বাজি প্রদর্শনী। তার পরেই বিস্ফোরণ। রবিবার রাতে নরেন্দ্রপুর থানার কন্দর্পপুরে একটি ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই বাজি বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে আছেন ক্লাবের সম্পাদকও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৪:১৪
Share: Save:

অনুমতি ছাড়াই চলছিল বাজি প্রদর্শনী। তার পরেই বিস্ফোরণ। রবিবার রাতে নরেন্দ্রপুর থানার কন্দর্পপুরে একটি ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই বাজি বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে আছেন ক্লাবের সম্পাদকও। ক্লাবের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়েই ক্লাবের সম্পাদক শেখ হাফিজুর এবং অন্য কয়েক জন তুবড়ি ফাটাচ্ছিলেন। মঞ্চের পাশে বস্তায় মজুত করা ছিল প্রচুর শেল ও হাউই। একটি তুবড়ি ফেটে যায়। আগুনের ফুলকি ছিটকে গিয়ে পড়ে মজুত বাজিতে। তার পরেই একসঙ্গে ফাটতে থাকে নানা ধরনের বাজি।

গুরুতর আহত হাফিজুর ভর্তি আছেন হাসপাতালে। বিস্ফোরণের রাতেই জাহির মণ্ডল ও হাবিব মণ্ডল নামে ক্লাবের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। জেরার মুখে ধৃতেরা জানান, বাজি মজুত করেছিলেন হাফিজুরই। কিছু বাসিন্দা জানান, হাফিজুরই তুবড়ি ফাটাচ্ছিলেন। আচমকা তুবড়ি ফেটে তিনি গুরুতর জখম হন। তাঁর খুব কাছে থাকা আমিরুল সাঁপুইও জখম হন। তিনিও আছেন হাসপাতালে। তদন্তকারীরা জানান, হাফিজুর ও আমিরুলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। সুস্থ হওয়ার পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় মাটি ফেটে গিয়েছে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। বিস্ফোরণে আরও কয়েক জন জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজি ফাটানো হয়। এ বছর একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Injury Explosion Fire Cracker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE