Advertisement
E-Paper

‘শান্তি বজায় রাখুন, প্ররোচনায় পা দেবেন না’! উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বেলডাঙার ঘটনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেলডাঙা। রেল, সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:১০
CM Mamata Banerjee appeals to maintain peace on Beldanga incident

বেলডাঙার ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখার আবেদন জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তি বজায় রাখুন, কারও প্ররোচনায় পা দেবেন না। শুক্রবার ওঁদের জমায়েত হয়। চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওঁদের ক্ষোভ সঙ্গত। আমি বলব, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। শান্তি বজায় রাখুন। সাংবাদিকদের মারধর করবেন না।’’ তাঁর সংযোজন, ‘‘বাংলায় ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি এর পিছনে আছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে।’’

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেলডাঙা। রেল, সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘বিজেপি অশান্তি করতে চাইছে। এর পিছনে কেন্দ্রীয় সরকারের এজেন্সি রয়েছে।’’

পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রসঙ্গও শোনা গিয়েছে মমতার কণ্ঠে। ডবল ইঞ্জিনের সরকার যেখানে আছে, সেখানেই এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য সরকার এই বিষয়টি দেখছে বলেও জানিয়েছেন তিনি। আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘বিহারে পিটিয়ে হত্যা করা হয়েছে পরিযায়ী শ্রমিককে। ন্যক্কারজনক ঘটনা। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার করা হচ্ছে। আমরা বিষয়টি দেখছি। কোর্টে মামলা হয়েছে। আমি ওই সব পরিবারের পাশে আছি।’’

এসআইআর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবারই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। সেই প্রসঙ্গ তুলে শুক্রবার কমিশনের বিরুদ্ধে আবার তোপ দেগেছেন মমতা। তাঁর কথায়, ‘‘হোয়াট্‌সঅ্যাপে নোটিস পাঠাচ্ছে। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড চলবে না।’’

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, মালদহে এক বিশেষ সম্প্রদায়ের ৯০ হাজার লোককে নোটিস পাঠানো হয়েছে। অনেক জেলায় জনজাতিদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাবে কোথায়? প্রশ্ন তুলেছেন তিনি। এর পরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই জারি থাকবে। স্বৈরাচার, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’

তাঁর আরও অভিযোগ, দু’মাসে দুশো বার নোটিস পাঠানো হয়েছে। এত চাপ যে বিএলও-দের অবস্থা শোচনীয়। তাঁর দাবি, ১০০ জনের মতো লোক মারা গিয়েছেন।

CM Mamata Banerjee Beldanga Unrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy