Advertisement
০৪ মে ২০২৪

সবুজে ছোট শহর সাজাবে পুর-দফতর

শহরকে সবুজে সাজাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মাথায় রেখেই ছোট ছোট শহরে সবুজায়ন করার পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:৪৬
Share: Save:

শহরকে সবুজে সাজাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মাথায় রেখেই ছোট ছোট শহরে সবুজায়ন করার পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

শহর ও সংলগ্ন মফস্‌সলগুলোর পরিষেবা ও মানোন্নয়নে এ বার বাড়তি গুরুত্ব দিতে চাইছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার দফতরের বাজেট নিয়ে জবাবি বক্তৃতায় পিছিয়ে থাকা ছোট শহরগুলোকে ‘বাসযোগ্য’ করার ব্যাপারে ফিরহাদ বলেন, ‘‘নিউ টাউন স্মার্ট সিটি। তাকে আরও বেশি স্মার্ট করার থেকে যে ছোট শহরগুলো পিছিয়ে রয়েছে, তাদের উন্নত করাই আমাদের লক্ষ্য। শহরগুলোকে স্মার্ট করার থেকে গ্রিন সিটি করতে চাই।’’ আধুনিকীকরণের সময়ে শহরগুলোর ৪০% জায়গা সবুজ রাখার চেষ্টা হবে বলে তিনি জানান।

শহরের যেখানে যেখানে জলাশয় থাকবে, তাকে ঘিরে সৌন্দর্যায়নের উপরেও জোর দিতে চাইছে রাজ্য সরকার। কলকাতার মতো ওই ছোট শহরগুলো যাতে কংক্রিটের জঙ্গলে ভরে না যায়, সে জন্যই সবুজায়নের পরিকল্পনা বলে পুরমন্ত্রীর ব্যাখ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CM Mamata Banerjee Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE