নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকে সমর্থনের ঘোষণা আগেই করেছে বামফ্রন্ট। এ বার সেখানে যৌথ প্রচারকে জোরদার করতে মঙ্গলবার বাম-কংগ্রেস নেতৃত্ব আলোচনায় বসলেন। কিছু জটিলতায় বাম নেতা-কর্মীদের বেশ কিছু দিন পর্যন্ত কালীগঞ্জে সে ভাবে প্রচারে নামতে দেখা যায়নি। তবে দেবগ্রামে সিপিএমের দলীয় কার্যালয়ে হওয়া এ দিনের বৈঠক সদর্থক হয়েছে বলে দাবি দুই শিবিরেরই। আলোচনায় যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, অভিজিৎ মুখোপাধ্যায়, দলের জেলা সভাপতি অসীম সাহা, প্রার্থী স্বয়ং এবং বামফ্রন্টের পক্ষে সিপিএমের পলিটব্যুরো সদস্য শ্রীদীপ বন্দোপাধ্যায়, দলের নেতা সুমিত দে, দেবাশিস আচার্য, আরএসপি-র প্রাক্তন সাংসদ ধনঞ্জয় মোদক প্রমুখ। ঘটনাচক্রে, রাজ্যে এর আগে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম ও কংগ্রেসের সমঝোতা হয়নি। তবে নদিয়ার এই আসনে ২০১৬ ও ২০২১-এর বিধানসভা নির্বাচনের মতো এ বারও বাম সমর্থনেই লড়ছে কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)