Advertisement
E-Paper

ইস্তাহারের জন্য ফেসবুকে মতামত নেবে কংগ্রেসও

ইস্তাহার তৈরিতে বামেদের ধাঁচেই সোশ্যাল মিডিয়ায় জনমত চাইছে কংগ্রেস। বামেরা তাদের খসড়া ইস্তাহার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে জনতার মতামত চেয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ২১:৪২

ইস্তাহার তৈরিতে বামেদের ধাঁচেই সোশ্যাল মিডিয়ায় জনমত চাইছে কংগ্রেস।

বামেরা তাদের খসড়া ইস্তাহার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে জনতার মতামত চেয়েছে। আর প্রদেশ কংগ্রেস তাদের ইস্তাহার তৈরির আগেই ফেসবুকে কর্মী-সমর্থকদের কাছ থেকেই মতামত চাইছে। কংগ্রেসের ইস্তাহার কমিটির আহ্বায়ক ওমপ্রকাশ মিশ্র এ কথা জানিয়ে বৃহস্পতিবার বলেন, ‘‘সমাজের সব স্তরের মানুষের কাছ থেকেই আমরা মতামত চাইছি। সে তালিকায় শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষক বা সরকারি-বেসরকারি সংস্থার কর্মীরাও রয়েছেন।’’

কংগ্রেসের ইস্তাহার তৈরি এখনও প্রাথমিক পর্যায়ে। ইস্তাহারে জনমতকে গুরুত্ব দিতেই ফেসবুকে এমন আবেদন করা হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। ওমপ্রকাশবাবুর বক্তব্য, ‘‘বামেদের সঙ্গে আসন সমঝোতা কেন, তা-ও ইস্তাহারে ব্যাখ্যা করা হবে। বামেদের সঙ্গে বোঝাপড়ায় আমরা ক্ষমতায় এলে সরকার পরিচালনার রূপরেখা কী হবে, তা তুলে ধরা হবে ইস্তাহারে। সেজন্যই মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’

কী করলে রাজ্যে নতুন শিল্প আনা যাবে, শিল্পমহলকে আবার বাংলামুখী করা যাবে, তার হদিশ পেতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র প্রতিনিধিদের সঙ্গে আজ, শুক্রবার বিধান ভবনে আলোচনা করবে কংগ্রেসের ইস্তাহার কমিটি। তাঁদের মতামত অবশ্যই ইস্তাহারে গুরুত্ব পাবে বলে ওমপ্রকাশবাবু জানান।

facebook election manifesto
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy