জমিকে কেন্দ্র করে দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুলে আগামী ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভের ডাক দিল কংগ্রেস। দলের রাজ্য সদর দফতর বিধান ভবনে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ভূমি ও ভূমি সংস্কার দফতরে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, “আমরা দেখছি, রাজ্যের বিএলআরও অফিসগুলিতে নানা গুরুতর দুর্নীতি ঘটছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষত নিম্নবিত্ত ও আদিবাসীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।” শুভঙ্করের অভিযোগ, বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। এর ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ছাড়া, বিএলআরও দফতরগুলিতে প্রশাসনের মদতে ‘দালাল-চক্র’, বেআইনি ভাবে জমির রেকর্ড বদল, সরকারি খাস জমি দখল এবং বেআইনি ভাবে বিক্রির মতো নানা অভিযোগও করেছে কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)