Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Pegasus

Hacking: হ্যাকিং-কাণ্ডে পথে কংগ্রেস

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছেন কংগ্রেস নেতারা।

 হাজরা মোড়ে কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষভ। নিজস্ব চিত্র।

হাজরা মোড়ে কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ০৬:১৪
Share: Save:

ফোনে হ্যাকিং-কাণ্ডে ফের পথে নেমে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দেশের অভ্যন্তরীণ ও বহির্দেশীয় নিরাপত্তার নামে পেগাসাস সফ্‌টঅয়্যার নিয়ে নরেন্দ্র মোদীর সরকার বিরোধী নেতা, আমলা, বিচারপতি, সাংবাদিকদের উপরে নজরদারিতে তা কাজে লাগাচ্ছে, এই অভিযোগে রবিবার প্রতিবাদ মিছিল হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে।

মিছিল শেষে হাজরা মোড়ে বিক্ষোভ-সভায় ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সুবীর চৌধুরী, প্রশান্ত ঘোষেরা। তাঁরা অভিযোগ করেন, কর্নাটক ও মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার ফেলার জন্য বিধায়কদের ফোনও হ্যাক করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছেন কংগ্রেস নেতারা। প্রতিবাদ মিছিল শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Amit Shah Pegasus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE