Advertisement
১৮ মে ২০২৪

ফের ধৃত শিলাদিত্য, রাজভবনে অধীর

আগের মামলায় সদ্য বেকসুর খালাস পেয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার। দু’দিন আগে বহরমপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় আবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২০
Share: Save:

আগের মামলায় সদ্য বেকসুর খালাস পেয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার। দু’দিন আগে বহরমপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় আবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। ‘মিথ্যা মামলা’য় এ ভাবে দলের নেতা-কর্মীদের ‘ফাঁসানো’র প্রতিবাদ জানাতে বুধবার সতীর্থদের নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পাশাপাশিই, রেশন কার্ড এবং খাদ্য সুরক্ষা প্রকল্পের তালিকায় ভুয়ো নাম থাকা নিয়েও অভিযোগ জানালেন। পরে অধীরবাবু বলেন, ‘‘মিথ্যা মামলা দাঁড় করাতে পারেনি বলে জেল খেটেও শিলাদিত্য বেকসুর মুক্তি পেয়েছিল। এ বার তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুনের ঘটনায় নিহতের পরিবারকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে পুলিশে জমা দিয়ে আবার শিলাদিত্যকে গ্রেফতার করা হল। রাজ্যপালকে বলেছি, বহরমপুর আসন জেতার জন্য আর কী কী করবেন মুখ্যমন্ত্রী? যদুবংশ নিজেদের দ্বন্দ্বেই ধ্বংস হবে!’’ খাদ্য সুরক্ষায় দু’টাকা কেজি দরে চালপ্রাপকদের তালিকায় মুখ্য সরকারি সচেতক নির্মল ঘোষেরও নাম আছে বলে রাজ্যপালের কাছে তালিকা দিয়েছেন অধীরবাবু। নির্মলবাবু অবশ্য বলেছেন, ‘‘আমার একটাই রেশন কার্ড আছে। অন্য কোনও কার্ডের জন্য আবেদন করিনি। কোথাও নাম থাকলে সরকারকে দেখতে হবে, কী ভাবে হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE