Advertisement
১৮ মে ২০২৪

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার

উপলক্ষ বিজেপির উত্থান দিবস। পঞ্চায়েত ভোটের আগে এই দিনটিতে বিজেপির কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হল তৃণমূল ও বিজেপির মধ্যে। পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় বিজেপিকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ধলুয়াবাড়িতে কোচবিহার ১ নম্বর ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ। বৃহস্পতিবার। ছবি: হিমাংশুরঞ্জন দেব

ধলুয়াবাড়িতে কোচবিহার ১ নম্বর ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ। বৃহস্পতিবার। ছবি: হিমাংশুরঞ্জন দেব

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০২:৪৭
Share: Save:

উপলক্ষ বিজেপির উত্থান দিবস। পঞ্চায়েত ভোটের আগে এই দিনটিতে বিজেপির কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হল তৃণমূল ও বিজেপির মধ্যে। পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় বিজেপিকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে কোচবিহারে টক্কর হয়েছে সমানে সমানে। সেখানে এক সময়ে তৃণমূলের লোকজনকে হটিয়ে ব্লক অফিসে ঢুকে স্মারকলিপি দেন বিজেপির নেতা-কর্মীরা।

উত্থান দিবস পালন করতে গিয়ে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার কোচবিহারের ধলুয়াবাড়ির ব্লক অফিসে যাওয়ার কথা ছিল তাদের। অভিযোগ, এ দিন সকাল থেকেই বিজেপিকে রুখতে ধলুয়াবাড়ি ব্লক অফিসে জমায়েত করে তৃণমূল। বেলা ২টো নাগাদ চার গাড়ি বোঝাই করে বিজেপি কর্মীরা ঘুঘুমারি মাথাভাঙা রোড এলাকায় পৌঁছয়। তখন তৃণমূলের একটি মিছিল ওই পথেই যাচ্ছিল। অভিযোগ, ওই মিছিল থেকেই তৃণমূল কর্মীরা বিজেপির দিকে তেড়ে যাওয়া যায়। সেই সময় পাল্টা হামলা চালায় বিজেপি। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরপর কয়েকটি বোমা পড়ে বলে অভিযোগ। গুলিও চলে বলে দাবি। তৃণমূল কর্মীরা পালিয়ে গেলে বিজেপি ব্লক অফিসে ঢুকে স্মারকলিপি দেয়। পরে বাইরের থেকে ব্লক অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল।

এই ঘটনায় দু’পক্ষের তিন জন জখম হয়েছেন। এক বিজেপি সমর্থককে এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে মার খেয়ে পিছু হটা তৃণমূল কর্মীরা দুপুর আড়াইটে থেকে প্রায় দু’ঘণ্টা পথ অবরোধ করে তৃণমূল। বিজেপি কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রাতে গুড়িয়াহাটিতে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর হয়, দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

গোটা ঘটনার দায় বিজেপির উপরে চাপিয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “স্মারকলিপি দেওয়ার নাম করে এসে বোমা গুলি ছুড়েছে বিজেপি।’’ বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সঞ্জীবকুমার দে-র পাল্টা অভিযোগ, তৃণমূল সকাল থেকেই এলাকায় মিছিল বের করে উত্তেজনা ছড়ায়। ছক কষে বিজেপির উপরে হামলা চালায়।

দু’দলের মধ্যে এ দিন গোলমাল বাধে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফিরদপুর ব্লকে এবং পুরুলিয়ার কাশীপুরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar TMC BJP কোচবিহার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE