গভীর রাতে পালানোর চেষ্টা করোনা রোগীর। তাতে হুলস্থুল কলকাতা মেডিক্যাল কলেজে। ভোররাতে জানলার কার্নিসে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিলেন ওই রোগী। শেষে পিপিই কিট পরে গিয়ে তাঁকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে মেডিক্যাল কলেজে। জানলা গলে হাসপাতাল থেকে পালাতে যান ওই রোগী। কিন্তু কার্নিস বেয়ে নীচে নামার সাহস পাননি। বেশ কিছু ক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর, কার্নিসের উপর শুয়ে পড়েন তিনি।
হাসপাতালের এক কর্মী ওই রোগীকে কার্নিসে শুয়ে থাকতে দেখেন প্রথম। তিনিই বাকিদের খবর দেন। তাতে হুলস্থুল পড়ে যায়। নামার চেষ্টা না করে কার্নিসের উপরেই তাঁকে বসে থাকতে বলে হাসপাতালের কর্মীরা।