Advertisement
১১ মে ২০২৪
Coronavirus in West Bengal

কোভিড হাসপাতাল থেকে চম্পট বন্দির

হাসপাতাল সূত্রের খবর, দোতলার পিছন দিকের রাস্তা দিয়ে ওই বন্দি একটি ছোট গেট আছে। এ দিন সকালে নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীদের নজর এড়িয়ে ওই গেট টপকেই বিচারাধীন বন্দি পালায় বলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৪:৫০
Share: Save:

সকলের নজর এড়িয়ে বোলপুর কোভিড হাসপাতাল থেকে পালিয়ে গেল এক বিচারাধীন বন্দি। শুক্রবারের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দির বাড়ি বোলপুরের লায়েক বাজার এলাকায়। নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল বোলপুর থানা। সিউড়ি জেলা সংশোধনাগারে ছিল ওই অভিযুক্ত। কয়েক দিন ধরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল তার। বুধবার রিপোর্ট পজ়িটিভ আসার পরেই তড়িঘড়ি ওই বন্দিকে বোলপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যান্য রোগীদের সঙ্গেই ওই বন্দিকে রাখা হয়।

হাসপাতাল সূত্রের খবর, দোতলার পিছন দিকের রাস্তা দিয়ে ওই বন্দি একটি ছোট গেট আছে। এ দিন সকালে নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীদের নজর এড়িয়ে ওই গেট টপকেই বিচারাধীন বন্দি পালায় বলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান।

এ ভাবে বন্দি পালানোর ঘটনায় কোভিড হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের একাধিক কর্মী জানান, কোনও করোনা আক্রান্ত চিকিৎসাধীন বন্দির ভিতরে আলাদা করে পুলিশ মোতায়েন করা হয়

না। হাসপাতালের বাইরে কিছু পুলিশকর্মী মোতায়েন থাকেন। যদিও সংখ্যা খুবই কম।

বীরভূম স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, ‘‘হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনের মতো ওয়ার্ডে ভিজিট করতে গিয়ে দেখেন, বাকি রোগীরা থাকলেও ওই বিচারাধীন বন্দি নেই। বিষয়টি আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি।’’

বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই বন্দির

বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তার খোঁজ চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE