দীপাবলি এবং লোকাল ট্রেন চালু হওয়া, এই দু’টি ঘটনার পর থেকে যত দিন গড়াচ্ছে ততই রাজ্যে দৈনিক সুস্থ এবং দৈনিক করোনা আক্রান্তের দূরত্ব কমছে। মঙ্গলবারও সেই প্রবণতা দেখা গিয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন নমুনা পরীক্ষার সংখ্যা গত কালকের থেকে ২ হাজারের বেশি বাড়লেও সংক্রমণের চেহারাটা ততটা ভয়াল নয়। ফলে সংক্রমণের হারও ৮ শতাংশের নীচে নেমে গিয়েছে যা কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে স্বাস্থ্যকর্তাদের।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৪৬৩ জন করোনা আক্রান্ত। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩০ হাজার ৪৬২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৮০ জন, যা গত কালকের থেকেও কিছুটা কম।