Advertisement
২০ এপ্রিল ২০২৪
Panchayat Election

বোর্ড গঠন ঘিরে হিংসা, উত্তর ২৪ পরগনার আমডাঙায় গুলি করে খুন সিপিএম নেতাকে

অভিযোগ, সন্ধ্যা হতেই বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলা চালায় মোজাফফরের বাড়িতে। গুলি করে খুন করা হয় এই সিপিএম নেতাকে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আমডাঙা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০০:০৪
Share: Save:

পুরুলিয়া, মালদহ, বীরভূম, নদিয়া, উত্তর দিনাজপুরের পর উত্তর ২৪ পরগনা। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা অব্যাহত। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় গুলি করে খুন করা হল সিপিএম নেতা মোজাফফর পিয়াদাকে। হিংসায় আহত আরো দশজন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, সূত্রের খবর এমনটাই। পুরো ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।

বুধবার আমডাঙার তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সিপিএমের অভিযোগ, যেনতেন উপায়ে এই পঞ্চায়েতের বোর্ড দখল করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই উদ্দেশ্যে মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক বোমাবাজি করছে বলে অভিযোগ। সন্ধ্যা হতেই বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলা চালায় মোজাফফরের বাড়িতে। গুলি করে খুন করা হয় এই সিপিএম নেতাকে।

হামলা চালিয়ে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে আগ্নেয়াস্ত্র সহ দুই বহিরাগত দুষ্কৃতী। তাদের গণপিটুনি দেয় গ্রামের মহিলারা। উত্তেজনা প্রশমিত করতে গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে।

আরও পড়ুন: দুই বিজেপি কর্মী খুনের জের, পুরুলিয়ায় ৩২ পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE