E-Paper

ভেনেজ়ুয়েলা: বাম বিক্ষোভ

রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই। সিপিআই (এম-এল) লিবারেশনের ডাকে কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ নানা জায়গায় হয়েছে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৮:৪৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে শহরে সিপিআইয়ের ধিক্কার মিছিল।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে শহরে সিপিআইয়ের ধিক্কার মিছিল। — নিজস্ব চিত্র।

আমেরিকার হাতে বন্দি ভেনেজ়ুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি চেয়ে এবং সে দেশের জনতার প্রতি সংহতি জানিয়ে সোমবারও রাজ্য জুড়ে অব্যাহত রইল বামেদের বিক্ষোভ। মাদুরো-কাণ্ডে ভারত সরকার যাতে নিন্দা করে, সেই দাবি এ দিন ফের তুলেছে বামেরা। ধর্মতলা থেকে আমেরিকান কনসুলেটের পথে পুলিশ সিপিএমের ছাত্র-যুবদের মিছিল আটকায়। কর্মসূচিতে এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ অন্যেরা ছিলেন।

ভেনেজুয়েলার ঘটনা নিয়ে সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের বিক্ষোভ। কলকাতায়।

ভেনেজুয়েলার ঘটনা নিয়ে সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের বিক্ষোভ। কলকাতায়। —নিজস্ব চিত্র।

রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই। সিপিআই (এম-এল) লিবারেশনের ডাকে কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। ধর্মতলায় লেনিন মূর্তির সামনে জড়ো হয়ে লিবারেশনের নেতা-কর্মীরা মার্কিন তথ্যকেন্দ্রের কাছে বিক্ষোভ দেখান। ছিলেন দলের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল-সহ অন্যেরা। ঢাকুরিয়ায় ধিক্কার মিছিল করে সিপিআই। ছিলেন কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব, দলের নেতা গোপাল চক্রবর্তী, মধুচ্ছন্দা দেব প্রমুখ। আজ, মঙ্গলবার কলেজ স্ট্রিট মোড়ে সংহতি সভার ডাক দিয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPM US Venezuela War Nicolas Maduro

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy