সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে এ বার আদালতের দ্বারস্থ হল সিপিএম-ও। সুপ্রিম কোর্টে সিপিএমের তরফে পলিটব্যুরো সদস্য এবং এ রাজ্যে দলের সম্পাদক মহম্মদ সেলিম রিট পিটিশন দায়ের করেছেন। একই ভাবে মামলা করেছে সিপিআই-ও। কলকাতায় মঙ্গলবার সংশোধিত আইনের বিরোধিতায় আইনি লড়াইয়ের কথার সূত্রেই সেলিম ফের বলেছেন, ‘‘আমরা গোড়া থেকে কেন্দ্রের বিজেপি সরকারের এই প্রয়াসের বিরোধী। বিভাজন তৈরির জন্য এটা আর একটা পদক্ষেপ। অথচ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের দখলদারিতে থাকা ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কোনও চেষ্টা নেই, বিজেপির তা-ই নিয়ে কোনও কথাও নেই!’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, সংবিধানে ধর্মীয় অধিকার পালনের অধিকার স্বীকৃত। এই আইন ‘অসাংবিধানিক’। তার বিরুদ্ধে লড়াই করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সেলিমের আরও মন্তব্য, ‘‘সরকার বিমান, রেল, ট্রাম, বিমানবন্দর কিছু চালাতে পারছে না। অন্য হাতে দিয়ে দিচ্ছে। অথচ বলছে মন্দির, মসজিদ, গির্জা সরকার নিয়ন্ত্রণ করবে!’’ প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)