Advertisement
০৭ মে ২০২৪
বিজ্ঞান কলেজ

রোশেনারা ছিলেনই না, থানাকে লিখছেন উপাচার্য

রাজাবাজার সায়েন্স কলেজে ১৮ সেপ্টেম্বরের হামলার সময়ে শিক্ষিকা রোশেনারা মিশ্র ওই ক্যাম্পাসে ছিলেন না বলে জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন (কুটা) বুধবার উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি দিয়েছে। কুটা চিঠিতে লিখেছে, রোশেনারাদেবী সে-দিন ক্যাম্পাসে না-থাকা সত্ত্বেও থানায় তাঁর নামে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৬
Share: Save:

রাজাবাজার সায়েন্স কলেজে ১৮ সেপ্টেম্বরের হামলার সময়ে শিক্ষিকা রোশেনারা মিশ্র ওই ক্যাম্পাসে ছিলেন না বলে জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন (কুটা) বুধবার উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি দিয়েছে। কুটা চিঠিতে লিখেছে, রোশেনারাদেবী সে-দিন ক্যাম্পাসে না-থাকা সত্ত্বেও থানায় তাঁর নামে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী দেওয়া হয়েছে জামিন-অযোগ্য ধারাও। অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে ওই শিক্ষক সংগঠন।

কুটা-র ওই চিঠির সঙ্গে উপাচার্য সুরঞ্জনবাবু এবং সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় দু’জনেই আমহার্স্ট স্ট্রিট থানাকে একটি করে চিঠি দিচ্ছেন। উপাচার্য জানান, তিনি চিঠিতে লিখছেন, ১৮ তারিখে বিজ্ঞান কলেজে হামলার খবর পেয়ে তিনি ক্যাম্পাসে গিয়ে রোশেনারাদেবীকে দেখতে পাননি। আর সহ-উপাচার্য (শিক্ষা) চিঠিতে জানাচ্ছেন, সে-দিন রাজাবাজার ক্যাম্পাসে গোলমালের সময় রোশেনারাদেবী সল্টলেকের ন্যানো টেকনোলজি ক্যাম্পাসে একটি জাতীয় আলোচনাসভায় ছিলেন। থানার সঙ্গে সঙ্গে তিনটি চিঠির প্রতিলিপি দেওয়া হচ্ছে পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থকেও।

কিন্তু কোন ঘটনার জন্য পুলিশকে চিঠি দিচ্ছেন উপাচার্য, সহ-উপাচার্য?

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ১৮ সেপ্টেম্বর বিজ্ঞান কলেজের রাজাবাজার ক্যাম্পাসে হামলা হয়। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি সমর্থিত এক দল বহিরাগত ক্যাম্পাসে হামলা চালায়। সে-দিনের সেই গোলমাল উপাচার্যের হস্তক্ষেপে মিটে যায়। কিন্তু অভিযোগ, হামলার পরে বহিরাগত টিএমসিপি-সমর্থকেরা শারীরবিদ্যার শিক্ষিকা রোশেনারাদেবী এবং চার পড়ুয়ার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে। সেই অভিযোগে কয়েকটি জামিন-অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই কুটা-র সদস্যেরা অভিযোগ করেন, গোলমালের সময় রোশেনারাদেবী মোটেই ওই ক্যাম্পাসে ছিলেন না। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কলেজে সংঘর্ষ, বেআইনি জমায়েত-সহ একাধিক জামিন-অযোগ্য মামলা রুজু করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার রাজাবাজার ক্যাম্পাসে অর্ধদিবস কর্মবিরতি ডাকেন তাঁরা। উপাচার্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদন জানালেও কুটা রাজি হয়নি। তবে সেই কর্মবিরতির মধ্যেই তাদের প্রতিনিধিরা এ দিন উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন।

এ দিনের বৈঠকের পরে কুটা-র সাধারণ সম্পাদক দিবেন্দু পাল দাবি করেন, রোশেনারাদেবী যে সে-দিন ক্যাম্পাসে ছিলেন না, উপাচার্য এবং সহ-উপাচার্য (শিক্ষা) তা জানেন। উপাচার্য বিষয়টি জানিয়ে একটি চিঠি তাঁকে দিতে বলেন। সেই অনুযায়ী তাঁরা চিঠি দেওয়ার পরেই উপাচার্য জানান, তিনি এবং সহ-উপাচার্য (শিক্ষা) একটি করে চিঠি লিখে পুলিশকে বিষয়টি জানিয়ে দিচ্ছেন।

রোশেনারাদেবী বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে। সূর্যবাবু এ দিন বলেন, “এই সরকারের আমলে ১৭ হাজার মিথ্যা মামলা হয়েছে। আমাদের দলের এক লক্ষ নেতা-কর্মী মিথ্যা মামলার শিকার। শাসক দলের লোকজনের বিরুদ্ধেও হচ্ছে। এমনকী যাঁরা কোনও দল করেন না, সেই সাধারণ নাগরিকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা হচ্ছে। এ-সব আর নতুন কী!”

শুধু রোশেনারাদেবী নয়, তাঁর সঙ্গে যে-চার জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদেরও যাতে হয়রান করা না-হয়, তা দেখার জন্য উপাচার্যকে অনুরোধ করেছে কুটা। রাজাবাজার ক্যাম্পাসে অশান্তি দূর করে নিরাপত্তার স্থায়ী ব্যবস্থা করতে উপাচার্যের হস্তক্ষেপও দাবি করেছে ওই শিক্ষক সংগঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE