Advertisement
১১ মে ২০২৪
Cyclone Asani

Cyclone Asani: দিনভর দমকা হাওয়া দক্ষিণে, উত্তরে ভারী বৃষ্টি, দুর্বল ‘অশনি’ও তিন দিন ভেজাবে বাংলাকে

‘অশনি’ দুর্বল হয়েছে ঠিকই। তবে ঝড় না হলেও জল হবে বাংলায়। চলবে দমকা হাওয়াও। আগামী তিন দিনের আবহাওয়ার খবর দিল হাওয়া অফিস।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৭:১৬
Share: Save:

দুর্বল ‘অশনি’ও তিনদিন ভেজাবে বাংলাকে। বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে বেশ কয়েকটি জেলাায়। সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দমকা হাওয়া, প্রায় গোটা রাজ্যেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও।

বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘অশনি’র সরাসরি কোনও প্রভাব বাংলায় না পড়লেও শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। এর মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের সবক’টি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।

বৃহস্পতিবার সকালেই ঘূর্ণিঝড় ‘অশনি’ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর সেটি বঙ্গোপসাগরের উপর দিয়েই উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। হাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে রাজ্যের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জোরালো বাতাস ঢুকতে শুরু করেছে। যার ফলেই ঝোড়ো হাওয়া বইবে, শুক্র এবং শনিবার বৃষ্টি হবে বাংলায়।

আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও। এ ছাড়া দক্ষিণ বঙ্গের বাকি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cyclone Asani Weather Forecast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE