Advertisement
১৮ মে ২০২৪

পুনর্বাসনের দাবি, অনশন ব্যবসায়ীদের

রেলের জমি থেকে উচ্ছেদ ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি-সহ ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনের নাম পরিবর্তন, দূরপাল্লার চারটি ট্রেনের স্টপেজের দাবিতে অনশন শুরু করলেন স্টেশন লাগোয়া এলাকার ব্যবসায়ীরা।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৪ ১৪:১০
Share: Save:

রেলের জমি থেকে উচ্ছেদ ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি-সহ ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনের নাম পরিবর্তন, দূরপাল্লার চারটি ট্রেনের স্টপেজের দাবিতে অনশন শুরু করলেন স্টেশন লাগোয়া এলাকার ব্যবসায়ীরা। শনিবার দুপুরে কাটিহারের বাসিন্দা সমাজকর্মী রাকেজ গুরনানি আন্দোলনের সূচনা করতে রাকেজ একাই অনশনে বসেন। আজ রবিবার থেকে ব্যবসায়ীরা সকলেই অনশন শুরু করবেন। শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেস গুরুদাস সাহা বলেন, “ওই এলাকা থেকে প্রায় ৭৫ জনকে উচ্ছেদ করা হয়েছে। সব ব্যবসায়ীর পুর্নবাসনের দাবি জানিয়েছি।” গুরুদাসবাবু জানিয়েছেন, যতদিন না পর্যন্ত আশ্বাস পাওয়া যাচ্ছে, ততদিন লাগাতার অনশন চলবে। ইসলামপুরের মহকুমা শাসক নারায়ন চন্দ্র বিশ্বাস বলেন, “ব্যবসায়ীদের দাবির বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” উত্তরসীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, ব্যবসায়ীদের পুর্নবাসের বিষয়টি বিবেচনাধীন। অন্য দাবিগুলিও বিবেচনা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE