Advertisement
১৭ মে ২০২৪

বিস্ফোরণে নিহতদের পরিবারদের সাহায্য

বজরাপাড়া বিস্ফোরণে নিহতদের পরিবারের হাতে একটি স্কুলের তরফে ২৫০০ করে টাকা তুলে দেওয়া হল।

বিস্ফোরণে নিহতদের পরিবারদের সাহায্য
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৪ ১৪:১২
Share: Save:

বজরাপাড়া বিস্ফোরণে নিহতদের পরিবারের হাতে একটি স্কুলের তরফে ২৫০০ করে টাকা তুলে দেওয়া হল। শনিবার জলপাইগুড়ি শহরের পূর্বাঞ্চল স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে টাকা দেন। প্রধান শিক্ষক দিলীপ বেদ জানান, নিহত ৬ জনের মধ্যে একজন তাঁদের স্কুলের ছাত্র। তিনজন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি বলেন, “বাকি দুজন আমাদের স্কুলের কেউ না হলেও আমরা প্রতিটি পরিবারকেই সাহায্য করার সিদ্ধান্ত নিই। প্রত্যেকের পরিবারের অবস্থা খারাপ। শুক্রবার যে কজন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত ছিল তারা, স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা মিলে সাধ্য মত অর্থ সাহায্য দেয়। মোট ১৫ হাজার টাকা ওঠে। সেই টাকা ছয়টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি পরিবার ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছে।” গত ২৬ ডিসেম্বর বজরাপাড়ায় ধরধরা নদীর ওপর সেতুতে বিস্ফোরণের ফলে ৬ জনের মৃত্যু হয়। স্কুলের টিচার্স কাউন্সিলের মুখপাত্র প্রসেনজিৎ রায় বলেন, “ওরা প্রত্যেকেই আমাদের প্রিয় ছাত্র ছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE