Advertisement
১৩ জুন ২০২৪

সংগঠন ঢেলে সাজবে মোর্চা

দলকে চাঙ্গা করতে আইনি সেল-সহ বিভিন্ন শাখা সংগঠন ঢেলে সাজার সিদ্ধান্ত নিলেন মোর্চা নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৪ ১৪:১০
Share: Save:

দলকে চাঙ্গা করতে আইনি সেল-সহ বিভিন্ন শাখা সংগঠন ঢেলে সাজার সিদ্ধান্ত নিলেন মোর্চা নেতৃত্ব। শনিবার দার্জিলিঙের ভানু ভবনে মোর্চার এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ছিলেন মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ এবং দার্জিলিং এবং কার্শিয়াঙের দুই বিধায়কও। সেই সঙ্গে জিটিএ-র বিভিন্ন বিভাগের দায়িত্বেও পরিবর্তনের বিষয় নিয়ে এ দিনের বৈঠকে দলীয় পর্যায়ে আলোচনা হয়েছে। জিটিএ-র সদস্য তথা মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতারা সে ব্যাপারে প্রাথমিক আলোচনা করেছেন। তবে ওই বিষয়টি জিটিএ-র বৈঠকেই চূড়ান্ত করবেন তাঁরা।এ দিন বৈঠকে ঠিক হয়েছে পুনর্গঠন করা মোর্চার আইনি সেলের দায়িত্বে থাকবেন ডি কে প্রধান। ওই সেল পাহাড়ের ৩ টি মহকুমায় মোর্চার বিভিন্ন কাজে আইনি পরিমর্শ দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে। বৈঠক শেষে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “দলের বিভিন্ন কাজে যাতে আরও উন্নত আইনি পরামর্শ পাওয়া যায় সে কারণেই ওই সেল নতুন করে সাজানো হচ্ছে।” জিটিএ-র নজরদারি কমিটি গঠনের বিষয়টি নিয়েও এ দিন আলোচনা হয়েছে। মোর্চারই একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন ইউনিট সাজানোর মতোই জিটিএ’র বিভিন্ন দফতরের দায়িত্বে পরিবর্তন আনা হচ্ছে। রোশন গিরি জানান, এখনই বিস্তারিত না বললেও জিটিএ’র বৈঠকে শীঘ্রই তাঁরা সে সমস্ত জানিয়ে দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE