Advertisement
১১ মে ২০২৪

নিম্নচাপ সরছে, তবে জারি জলাধারের চোখরাঙানি

বাংলাদেশ থেকে এ দেশে ঢোকা নিম্নচাপটি পশ্চিমবঙ্গ পেরিয়ে চলে গিয়েছে পশ্চিমের দিকে। সোমবার সকালের উপগ্রহ-চিত্র বিশ্লেষণ করে আবহবিদেরা জানান, সেটি এখন ঝাড়খণ্ড-ওড়িশা এবং লাগোয়া ছত্তীসগঢ়ের উপরে রয়েছে। ফলে, ওই তিনটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আবহবিদেরা জানান, নিম্নচাপ বিদায় নিলেও দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে ওই রাজ্যগুলির বিভিন্ন জলাধার কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে।

রবিবার রাতে জলের তোড়ে পূণ্যার্থী বোঝাই বাস ভেসে যায়। পরে স্থানীয়েরা তাঁদের উদ্ধার করেন। তারাপীঠে সব্যসাচী ইসলামের তোলা ছবি।

রবিবার রাতে জলের তোড়ে পূণ্যার্থী বোঝাই বাস ভেসে যায়। পরে স্থানীয়েরা তাঁদের উদ্ধার করেন। তারাপীঠে সব্যসাচী ইসলামের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ১৩:০৭
Share: Save:

বাংলাদেশ থেকে এ দেশে ঢোকা নিম্নচাপটি পশ্চিমবঙ্গ পেরিয়ে চলে গিয়েছে পশ্চিমের দিকে। সোমবার সকালের উপগ্রহ-চিত্র বিশ্লেষণ করে আবহবিদেরা জানান, সেটি এখন ঝাড়খণ্ড-ওড়িশা এবং লাগোয়া ছত্তীসগঢ়ের উপরে রয়েছে। ফলে, ওই তিনটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আবহবিদেরা জানান, নিম্নচাপ বিদায় নিলেও দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে ওই রাজ্যগুলির বিভিন্ন জলাধার কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে। এ রাজ্যে ভাগীরথী, অজয়, রূপনারায়ণ বিপদসীমার উপর দিয়ে বইছে। দামোদর ফুঁসছে। অন্য দিকে, ডিভিসি আরও জল ছেড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Depression bengal river water bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE