Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইন্টারনেটে প্রেমিকার ছবি দিয়ে ব্ল্যাকমেল, ধৃত বসিরহাটের যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে সহবাস করার পরে ইন্টারনেটে আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মৃন্ময় গোলদার নামে ওই ব্যক্তির বাড়ি বসিরহাটের ভবাণীপুর গ্রামে। মৃন্ময়ের বিরুদ্ধে ধর্ষণ এবং লক্ষাধিক টাকার প্রতারণারও অভিযোগ এনেছেন ওই শিক্ষিকা।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৪ ০৭:৩০
Share: Save:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে সহবাস করার পরে ইন্টারনেটে আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মৃন্ময় গোলদার নামে ওই ব্যক্তির বাড়ি বসিরহাটের ভবাণীপুর গ্রামে। মৃন্ময়ের বিরুদ্ধে ধর্ষণ এবং লক্ষাধিক টাকার প্রতারণারও অভিযোগ এনেছেন ওই শিক্ষিকা।

শনিবার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করার পরে তার এক বন্ধু পুলিশের হাত থেকে মৃন্ময়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। রাজু মণ্ডল নামে ওই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

মৃন্ময়ের বিরুদ্ধে এর আগে অর্থলগ্নি সংস্থা খুলে গ্রাহকদের কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। তখন গ্রেফতারও করা হয়েছিল ওই ব্যক্তিকে। বসিরহাটের আইসি প্রসেনজিৎ দাস বলেন, “হাসনাবাদের ওই শিক্ষিকাকে ধর্ষণ, খুনের হুমকি দেওয়া ছাড়াও ওই তরুণীর কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মৃন্ময়ের বিরুদ্ধে। মহিলার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।” রবিবার ধৃত দু’জনকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক মৃন্ময়কে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। রাজুর জামিন মঞ্জুর করেছেন বিচারক। তবে তাকে থানায় হাজিরা দিতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর সাতেক ধরে হাসনাবাদের ওই মহিলার সঙ্গে মৃন্ময়ের সম্পর্ক। বিয়ে করবে বলে ওই তরুণীকে প্রতিশ্রুতিও দিয়েছিল মৃন্ময়। তাঁর সঙ্গে মৃন্ময় একাধিকবার সহবাসে লিপ্ত হয় বলেও দাবি তরুণীর। কিন্তু প্রেমপর্ব চলাকালীনই অন্য এক মহিলাকে বিয়ে করে বসে ওই ব্যক্তি। তাদের সন্তানও হয়। সে কথা জানতে পারেন ওই তরুণী। মৃন্ময় তাঁকে বোঝায়, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে শিক্ষিকার সঙ্গেই থাকতে চায় সে। কিন্তু তেমন পরিকল্পনা আদৌ ছিল না ওই ব্যক্তির। বরং আরও একাধিক মহিলার সঙ্গে সে সম্পর্ক গড়ে তোলে বলে জাবি করেছেন ওই শিক্ষিকা। সব কথা জানতে পেরে বছর তিনেক আগে মৃন্ময়ের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন তিনি। কিন্তু সেটাও সহ্য হয়নি মৃন্ময়ের। অভিযোগ, ওই শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠতা থাকাকালীন তোলা কিছু ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষিকাকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে। সময় মতো টাকা দিতে না পারলে রাস্তায় যাওয়া-আসার পথে তাঁকে নানা ভাবে অপমান করতে থাকে মৃন্ময়। এ ভাবে ওই শিক্ষিকার কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকা সে আত্মসাৎ করে বলে দাবি মহিলার। টাকা না পেলে ফোন করে খুনের হুমকিও দিত ওই ব্যক্তি। মহিলার আরও দাবি, সম্প্রতি মীমাংসার নাম করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে মৃন্ময়। মহিলার আপত্তিকর কিছু ছবি ইন্টারনেটেও তুলে দেয় ওই ব্যক্তি। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল বছর তিরিশের ওই শিক্ষিকার।

ইতিমধ্যে, শনিবার দুপুরে বসিরহাটের চৌমাথা থেকে বাসে উঠছিলেন ওই শিক্ষিকা। সে সময়ে মোটর বাইক নিয়ে এসে তাঁর হাত ধরে টানাটানি করে মৃন্ময়। জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে পালায় সে। মহিলা বসিরহাট থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে থানার সামনে ফের হাজির হয় মৃন্ময়। মেয়েটিকে সেখান থেকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। মহিলার চিৎকারে থানা থেকে পুলিশ বেরিয়ে এলে খুনের হুমকি দিয়ে পালায়।

শিক্ষিকা অভিযোগ করেন থানায়। কিছু ক্ষণের মধ্যেই তল্লাশি চালানোর সময়ে বসিরহাটের ফাল্গুনী সিনেমা হলের সামনে তাকে দেখতে পায় পুলিশ। তাকে ধরতে গেলে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে মৃন্ময় ও তার সঙ্গী রাজু। গ্রেফতার করা হয় দু’জনকেই। বছর পঁয়ত্রিশের মৃন্ময়ের দাবি, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cyber crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE