Advertisement
E-Paper

টুকরো খবর

দক্ষিণ শহরতলির অন্যতম ব্যস্ত রাস্তা ডায়মন্ড হারবার রোড অবরোধ করল ক্ষুব্ধ জনতা। শুক্রবার, ঠাকুরপুকুর বাজারের কাছে। আধ ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ফলে বেহালা, ঠাকুরপুকুর এলাকায় যানজট হয়ে দুর্ভোগে পড়ে মানুষ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ঝড়ের সময়ে এলাকায় এক নির্মীয়মাণ প্রকল্পের পাঁচিল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর। জখম হয় আর এক শিশু। এর পরে ওই প্রকল্পের কর্তাদের গ্রেফতারের দাবি তোলেন স্থানীয়েরা।

শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ০২:২৩

শিশু-মৃত্যুতে পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দক্ষিণ শহরতলির অন্যতম ব্যস্ত রাস্তা ডায়মন্ড হারবার রোড অবরোধ করল ক্ষুব্ধ জনতা। শুক্রবার, ঠাকুরপুকুর বাজারের কাছে। আধ ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ফলে বেহালা, ঠাকুরপুকুর এলাকায় যানজট হয়ে দুর্ভোগে পড়ে মানুষ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ঝড়ের সময়ে এলাকায় এক নির্মীয়মাণ প্রকল্পের পাঁচিল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর। জখম হয় আর এক শিশু। এর পরে ওই প্রকল্পের কর্তাদের গ্রেফতারের দাবি তোলেন স্থানীয়েরা। সেই দাবিতেই শুক্রবারের এই অবরোধ। লালবাজারে এক কর্তা জানান, প্রকল্পটির সঙ্গে যুক্ত সব্যসাচী দাশগুপ্ত নামে এক জন গ্রেফতার হন। আদালতে তোলা হলে তাঁর পুলিশি হেফাজত হয়।

ঝড়ে ক্ষতি পাঁচটি পঞ্চায়েতে

নিদস্ব সংবাদদাতা • জগৎবল্লভপুর

কোথাও ভেঙেছে বড় গাছ। কোথাও উপড়েছে বিদ্যুতির খুঁটি। উড়ে গিয়েছে বাড়ির চাল। বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হাওড়ার জগৎবল্লভপুরের পাঁচটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বহু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবারও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আসেনি বিদ্যুৎ সংযোগও। ডিহিভুরসুট-হাওড়া রুটে প্রচুর গাছ পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত পঞ্চায়েতগুলি হল শঙ্করহাটি-১ ও ২, জগৎবল্লভপুর-১ ও ২ ও পাতিহাল। এর মধ্যে শঙ্করহাটিতেই বেশি ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে ফসলও। বাসিন্দারা জানান, ঝড়ের স্থায়িত্ব ছিল মিনিট চল্লিশ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ, ত্রিপল দেওয়া হয়েছে বলে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। সমিতির সভাপতি মহম্মদ ইব্রাহিম বলেন, “৩৩০০টি মাটির বাড়ির ক্ষতি হয়েছে। তার মধ্যে ৭০০টি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। ৩৪টি বিদ্যুতের খুঁটি এবং অন্তত ১৮০টি গাড় উপড়েছে।” বিডিওর কাছে ক্ষতির রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানান মহকুমাশাসক (হাওড়া সদর) বাণীপ্রসাদ দাস।

দুর্নীতির অভিযোগে উপপ্রধানকে মারধর

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে শুক্রবার দুপুরে তেতে ওঠে আরামবাগের আরান্ডি-১ পঞ্চায়েত অফিস। তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত ঘোষকে মারধরের অভিযোগ ওঠে ওই দলেরই সদস্য অমর দলুইয়ের বিরুদ্ধে। এর জেরে পঞ্চায়েত অফিসের মধ্যে দুই নেতার অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন শ্রীকান্তবাবু। প্রধান আকলিমা বেগম এ দিন পঞ্চায়েত অফিসে ছিলেন না। গোলমালের জেরে কিছু ক্ষণের জন্য পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বেরিয়ে পড়েন সরকারি আধিকারিক এবং কর্মীরা। পরে তালা খোলা হলেও পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম আর হয়নি। ঘটনার কথা শুনেছেন জানিয়ে প্রধান বলেন, “দুর্নীতির অভিযোগের বিষয়টা ব্লক প্রশাসনকে জানাব। তারাই তদন্ত করবে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছি।” অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও প্রণব সাঙ্গুই। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানকার বিভিন্ন সংসদে ১০০ দিনের প্রকল্পে কাজ চলছে। কিছু ক্ষেত্রে মাস্টার-রোলে ভুয়ো শ্রমিকের নাম ঢোকানোর অভিযোগ উঠেছে। এই সব অভিযোগ নিয়েই এ দিন দুপুর ১২টা নাগাদ ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য অমরবাবু উপপ্রধানের কাছে জবাবদিহি চাইতে চান। তার পরেই পরিস্থিতি তেতে ওঠে। এ দিন বিকেল পর্যন্ত কোনও পক্ষই অবশ্য পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাননি। অমরবাবু বলেন, “ওই প্রকল্পে সুপারভাইজারদের মাধ্যমে ভুয়ো শ্রমিকের নাম ঢুকিয়ে সরকারি টাকা আত্মসাত করছেন উপপ্রধান। মাস্টার-রোলে গরমিল আমি নিজের চোখেই দেখেছি। সেটারই প্রতিবাদ জানিয়েছি। উপপ্রধানও আমাকে চড় মেরেছেন।” অভিযোগ উড়িয়ে উপপ্রধানের দাবি, “মিথ্যা অভিযোগে আমাকে মারধর করেছেন অমরবাবু।” দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। তবে, তাঁরই দলের দুই নেতার এ হেন গোলমালে জড়িয়ে পড়া নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।

নিকাশির সমাধানে ভূগর্ভস্থ নালা

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

নিকাশি সমস্যায় জেরবার আরামবাগ শহরের মানুষকে স্বস্তি দিতে পুরসভা এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরির শিলান্যাস হল বৃহস্পতিবার। আরামবাগের ৫ নম্বর ওয়ার্ডের পিসি সেন রোড থেকে ওই কাজ শুরু হবে। নিকাশি আরামবাগ পুরসভার দীর্ঘদিনের সমস্যা। প্রতি বর্ষায় মানুষের ভোগান্তি চরমে ওঠে। তা নিয়ে ক্ষোভও রয়েছে বিস্তর। পুরবাসীর অভিযোগ, ১৯৯০ সাল থেকে বামেদের পরিচালিত পুরবোর্ড শহরের নিকাশির উন্নতিতে মাস্টার প্ল্যানতৈরির আশ্বাস দিলেও বিশেষ কিছু হয়নি। সমস্যা মেটাতে পুরসভা মাটি কেটে নালার ব্যবস্থা করলেও স্থায়ী সমাধান হয়নি। এখনও আধ ঘন্টা বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল বের হতে ২ থেকে ৫ দিন লেগে যায়। গোটা বর্ষাজুড়ে আরামবাগের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডেরই মানুষকেই এই ভোগান্তি পোহাতে হয়। শহরের উত্তর ও পূর্বদিক দিয়ে বয়ে গিয়েছে প্রায় বুজে যাওয়া কানা দ্বারকেশ্বর। পশ্চিমে রয়েছে দ্বারকেশ্বর নদী। কিন্তু শহরের জমা জল ওই দুই নদীতে পড়ার মতো নিকাশি নালা নেই। আরামবাগ পুরসভার চেয়ারম্যান তৃণমূলের স্বপন নন্দী বলেন, “পরিকল্পনা করা হয়েছে, শহরের নিকাশির জল কানা দ্বারকেশ্বর ও দ্বারকেশ্বর নদীতে ফেলা হবে। বাম আমলে নিকাশির জন্য কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন পুর চেয়ারম্যান সিপিএমের গোপাল কচ বলেন, “টাকার অভাবে আমরা মাস্টার প্ল্যান কার্যকর করতে পারিনি। ওঁরা (তৃণমূলের পুরবোর্ড) যদি করতে পারেন, ভাল।”

ডুবে মৃত্যু জিরাটে

নিজস্ব সংবাদদাতা • বলাগড়

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায় মৃতের নাম কৃষ্ণ মণ্ডল (৪৪)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বলাগড়ের জিরাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ জিরাটের নেতাজি নগর কলোনির বাসিন্দা কৃষ্ণবাবু পুকুরে স্নান করতে নেমে হঠাৎই তলিয়ে যান। বাসিন্দাদের সাহায্যে পুলিশ তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে তিনটে নাগাদ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তে পাঠানো হয়।

পোলবায় বালিকাকে ধর্ষণের অভিযুক্ত ধৃত

মোবাইল ফোনের সূত্র ধরে পোলবার হোসেনাবাদ গ্রামের ৯ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগে তার পড়শি শেখ নিয়ামত আলিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় শ্বশুরবাড়ি থেকে তাকে পুলিশ ধরে। গত সোমবার ওই বালিকা নিয়ামতের দোকানে চুইংগাম কিনতে যায়। সেই সুযোগে নিয়ামত দোকানের মধ্যেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকেই নিয়ামত সপরিবারে এলাকা ছেড়ে পালায়। তাকে গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার জেলা পুলিশের সদর দফতরে বিক্ষোভ দেখান। পরে অভিযুক্তের দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। জি টি রোড এবং দিল্লি রোডের সংযোগস্থলে হোসেনাবাদ মোড়ে অবরোধও হয়। নিয়ামতকে ধরতে পোলবা থানার দুই অফিসারের নেতৃত্বে ছ’জনের একটি দল তল্লাশি শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার তথাগত বসু জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই নিয়ামতের খোঁজে তল্লাশি চলছিল। মোবাইলের সূত্র ধরে বাদুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ, শনিবার তাকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে।

পঞ্চায়েতে হামলার প্রতিবাদে অবরোধ

দুর্ঘটনায় জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে না দেওয়ায় বৃহস্পতিবার পোলবার তৃণমূল পরিচালিত রাজহাট পঞ্চায়েতে ভাঙচুর চালিয়েছিল এক দল গ্রামবাসী। এর প্রতিবাদে শুক্রবার সকাল ১০টা থেকে থেকে প্রায় চার ঘণ্টা তৃণমূল কর্মী-সমর্থকেরা পঞ্চায়েত ভবনের সামনে অবরোধ করলেন। হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিও তাঁরা তোলেন। এ দিন সকালে পোলবার বিডিও ইন্দ্রনীল ভট্টাচার্য ওই পঞ্চায়েতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ-প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সমস্ত ঘটনা জেলাশাসককে জানানোরও আশ্বাস দেন। টেবিল-চেয়ার ভাঙচুর হওয়ায় এ দিন পঞ্চায়েতের কাজকর্ম কার্যত হয়নি। তৃণমূল নেতা ও পোলবা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল ঘোষ বলেন, “উদ্দেশ্য প্রণোদিত ভাবে পঞ্চায়েত দফতরে ভাঙচুর চালানো হয়। প্রধান, উপ প্রধানকে মারধরও করা হয়। এর প্রতিবাদেই আমাদের কর্মীরা অবরোধ করেন।”

সক্রিয় প্রশাসন

সরকারি জমি দখল ও জলা বুজিয়ে সিন্ডিকেটের প্রোমোটারি রুখল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার বিষ্ণুপুর ২ ব্লকের ডায়মন্ড হারবার রোড লাগোয়া এলাকায় স্থানীয় সিন্ডিকেট সরকারি জমি দখল ও জলা বুজিয়ে প্রোমোটারি করছে বলে আমতলা নাগরিক অধিকার রক্ষা সমিতি প্রশাসনের কাছে অভিযোগ করে। আলিপুরের মহকুমা শাসক জানান, “ওই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”

বিজেপিতে যোগ

আরএসপির কয়েকজন কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করল বিজেপির দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব। বাসন্তীর এক জনসভায় সংযুক্ত কিষাণ কমিটির অঞ্চল সভাপতি দেবাশিস মাকাল, আরএসপির অঞ্চল যুব সম্পাদক মিঠুন গায়েন, অঞ্চল যুব সভাপতি সুব্রত গায়েনর নেতৃত্বে তাঁরা বিজেপিতে যোগ দেন।

ভ্রম সংশোধন

শুক্রবার রক্ত দিয়ে আক্রান্তের পাশে...’ শীর্ষক প্রতিবেদনে শান্তনু মুখোপাধ্যায়কে লেখা হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালের ডেপুটি সুপার। শান্তনুবাবু আসলে অ্যাসিস্ট্যান্ট সুপার। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy