Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দুই জেলায় দুর্ঘটনায় জওয়ান-সহ মৃত্যু ৩ জনের

পৃথক পথ দুর্ঘটনায় মঙ্গলবার দুই জেলায় মোটরবাইক আরোহী এক বিএসএফ জওয়ান-সহ মৃতু্যু হল তিন যুবকের। এ দিন দুপুরে একটি দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের সরিষাহাট মোড়ের কাছে। মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর গ্রামের বাসিন্দা বিদেশ বৈদ্য (৩২) এবং তাঁর বন্ধু স্থানীয় দয়ারামপুরের ধনঞ্জয় হালদার (৩৪) মোটরবাইকে আমতলা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন বিদেশ।

ধুয়ে ফেলা হচ্ছে রক্তের দাগ। মঙ্গলবার বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

ধুয়ে ফেলা হচ্ছে রক্তের দাগ। মঙ্গলবার বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার ও বনগাঁ শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০০:৪১
Share: Save:

পৃথক পথ দুর্ঘটনায় মঙ্গলবার দুই জেলায় মোটরবাইক আরোহী এক বিএসএফ জওয়ান-সহ মৃতু্যু হল তিন যুবকের।

এ দিন দুপুরে একটি দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের সরিষাহাট মোড়ের কাছে। মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর গ্রামের বাসিন্দা বিদেশ বৈদ্য (৩২) এবং তাঁর বন্ধু স্থানীয় দয়ারামপুরের ধনঞ্জয় হালদার (৩৪) মোটরবাইকে আমতলা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন বিদেশ। সরিষাহাট মোড়ের কাছে উল্টো দিক থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দিয়ে চলে যায়। গুরুতর জখম দুই বন্ধুকে সরিষাহাট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ওই বাস এবং চালকের খোঁজ চলছে।

দুপুরেই অন্য দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরের রামনগর রোডে। পণ্য ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কাজি সইফুল্লা চৌধুরী (২৫) নামে এক বিএসএফ জওয়ানের। তাঁর বাড়ি ত্রিপুরায়। বছর খানেক আগে তিনি গাইঘাটার আংড়াইল ক্যাম্পের ৪০ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সইফুল্লা তাঁর সহকর্মী দেবেন্দ্র কুমার সিংহের মোটরবাইকে চড়ে বনগাঁ শহরে এসেছিলেন ওষুধ কিনতে। সাড়ে ১২টা নাগাদ রামনগর রোড ধরে ফিরছিলেন ক্যাম্পের দিকে। মোটরবাইক চালাচ্ছিলেন দেবেন্দ্র। পণ্য ভর্তি ট্রাকটি ওই সড়ক ধরে স্থানীয় মিলন পল্লিতে ট্রাক টার্মিনাসের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এবড়ো-খেবড়ো রাস্তায় বাইকটি দ্রুত ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে ব্রেক কষলে পিছনে বসা সইফুল্লা ছিটকে পড়েন। ট্রাকের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করে। ওই সড়কে যানজট হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident diamond harbour bongaon bsf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE