Advertisement
E-Paper

রাজ্যেও বিজেপিকে চাই, রাহুল

কেন্দ্রে যেমন বিজেপি সরকার আছে রাজ্যেও তেমন বিজেপি সরকার চাই। তবেই পশ্চিমবঙ্গের উন্নতি হবে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। সোমবার উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে এক দলীয় সমাবেশে বক্তৃতা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাহুলবাবু। এদিন সভায় এসে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রায় ১১ হাজার মানুষ। এর মধ্যে ২৮ জন আইনজীবি ও ১০ জন চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০১:১৯
উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে দলে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ।—নিজস্ব চিত্র।

উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে দলে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ।—নিজস্ব চিত্র।

কেন্দ্রে যেমন বিজেপি সরকার আছে রাজ্যেও তেমন বিজেপি সরকার চাই। তবেই পশ্চিমবঙ্গের উন্নতি হবে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। সোমবার উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে এক দলীয় সমাবেশে বক্তৃতা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাহুলবাবু। এদিন সভায় এসে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রায় ১১ হাজার মানুষ। এর মধ্যে ২৮ জন আইনজীবি ও ১০ জন চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।

এ দিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এখন আমরা এই রাজ্যে আর অনাথ নই। কেন্দ্রে আমাদের মজবুত সরকার আছে। যা ইচ্ছা তাই করে এখন আর পার পাওয়া যাবে না।” তিনি আরও বলেন, ক্ষমতায় থাকতে গিয়ে তৃণমূল সন্ত্রাস করছে। নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত। বিজেপিই একমাত্র এই রাজ্যকে সুষ্ঠভাবে চালাতে পারে বলে তাঁর ধারণা।তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁদের প্রসঙ্গে বলতে গিয়ে রাহুলবাবু বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই এরকম হচ্ছে। আসলে মাথার ঘাম পায়ে ফেলে যারা মাঠে মাঠে ঘুরে তৃণমূল দলটিকে গড়ে ছিল। ক্ষমতায় আসার পর তাঁরা দেখলেন সিপিএম থেকে আসা কিছু দুষ্কৃতী দলটিকে দখল করছে এবং পুরনো তৃণমূল নেতাদেরই মারধর করছে। এই সমস্ত তৃণমূল নেতারাই সম্মান পেতে বিজেপিতে আসছেন।

এদিকে জগৎবল্লভপুরের গোবিন্দপুর সাহা পাড়ার ১১০০ সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে দাবি করেছেন জগৎবল্লভপুর পঞ্চয়েত সমিতির সভাপতি তৃণমূলের মহম্মদ ইব্রাহিম।

bjp rahul singha uluberia rabindrabhaban
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy