Advertisement
E-Paper

হাওড়ায় সাতটি কলেজে ফর্ম অনলাইনে

অনলাইন না অফলাইন? উচ্চ মাধ্যমিকের মার্কশিট হাতে পাওয়ার পরে কলেজে ভর্তির পদ্ধতি নিয়েই এখন চিন্তিত হাওড়া জেলার ছাত্রছাত্রীরা। শহর হাওড়া এবং গ্রামীণ এলাকা নিয়ে এই জেলায় মোট কলেজের সংখ্যা ১৫। এর মধ্যে কোথায় অনলাইনে ভর্তি নেওয়া হবে, কোথায় ফর্ম নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে, তা নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে জল্পনার শেষ নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০২:০১

অনলাইন না অফলাইন?

উচ্চ মাধ্যমিকের মার্কশিট হাতে পাওয়ার পরে কলেজে ভর্তির পদ্ধতি নিয়েই এখন চিন্তিত হাওড়া জেলার ছাত্রছাত্রীরা। শহর হাওড়া এবং গ্রামীণ এলাকা নিয়ে এই জেলায় মোট কলেজের সংখ্যা ১৫। এর মধ্যে কোথায় অনলাইনে ভর্তি নেওয়া হবে, কোথায় ফর্ম নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে, তা নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে জল্পনার শেষ নেই। তবে জেলার সাতটি কলেজ জানিয়ে দিয়েছে, তারা গত বারের মতো অনলাইনেই ফর্ম দেওয়া চালু রাখছে। অন্য কলেজগুলি জানিয়েছে, প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবে তারা পুরনো পদ্ধতিতে ভর্তি করাবে।

গ্রামীণ হাওড়ায় উলুবেড়িয়া কলেজ এবং আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে অনলাইনে ভর্তি নেওয়া হবে। তা সত্ত্বেও বৃহস্পতিবারই উলুবেড়িয়া কলেজে ফর্ম নেওয়ার জন্য লম্বা লাইন দেখা গিয়েছিল। শুক্রবার জেলার যে চারটি কলেজের সামনে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করার দাবিতে বিজেপি বিক্ষোভ দেখায়, তার মধ্যে রয়েছে উলুবেড়িয়া কলেজও। কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, অনলাইনে ভর্তি নেওয়া শুরু হবে আগামী ৯ জুন। ওই দিন থেকেই খোলা হবে কলেজের ওয়েবসাইট। যে কোনও সাইবার-কাফে থেকে ছাত্রছাত্রীরা দরখাস্ত জমা করতে পারবেন। দরখাস্ত জমা দেওয়া যাবে ১৮ জুন পর্যন্ত। ভর্তি চলবে ১৯ থেকে ২৯ জুন পর্যন্ত।

ভর্তি প্রক্রিয়া এখনও শুরু না হলেও মাঠে নেমে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। তারা ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের একটি করে ‘ডেটা-কার্ড’ দিচ্ছে। এটা আসলে ভর্তির ফর্ম পূরণ করার ফরম্যাটের নকল। সাইবার-কাফেতে গিয়ে ডেটা কার্ড-এর সঙ্গে মিলিয়ে ছাত্রছাত্রীরা যাতে সহজে ফর্ম পূরণ করতে পারেন, সে কারণেই এই ব্যবস্থা বলে দাবি ওই সংগঠনের।

অধ্যক্ষ দেবাশিস পাল বলেন, “ডেটা-কার্ড বিলির সঙ্গে কলেজের কোনও সম্পর্ক নেই। এটা ছাত্র সংগঠনগুলিই করছে।’’ টিএমসিপি-র কলেজ ইউনিটের সভাপতি শেখ হাসিবুর রহমান বললেন, ‘‘শিক্ষামন্ত্রী কখনওই বলেননি অনলাইনে ভর্তি করানো যাবে না। যেখানে পরিকাঠামো নেই সেই ক্ষেত্রে তিনি ছাপানো ফর্ম পূরণ করে ভর্তি করানোর কথা বলেছিলেন। উলুবেড়িয়া কলেজে গত বছর থেকেই অনলাইনে ভর্তি করানো হচ্ছে। এই পদ্ধতিতে ভর্তি করানো হলে অনেক বেশি স্বচ্ছতা থাকে।’’

কোথায়, কী ভাবে

উলুবেড়িয়া কলেজ: অনলাইনে

আন্দুল প্রভু জগদ্বন্ধু: অনলাইনে

জয়পুর পঞ্চানন রায়: লাইন দিয়ে

আমতা রামসদয় কলেজ: লাইন দিয়ে

পুরাশকানপুর হরিদাসনন্দী: লাইন দিয়ে

বাগনান কলেজ: লাইন দিয়ে

ডোমজুড় আজাদ হিন্দ: লাইন দিয়ে

একই ভাবে আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজেও ৯ জুন থেকে অনলাইনে ভর্তি করানো হবে। হাওড়া শহর এলাকায় পাঁচটি ডিগ্রি কলেজ রয়েছে। তার মধ্যে পাঁচটি কলেজেই এ বারও অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা থাকছে। ডঃ কানাইলাল ভট্টাচার্য কলেজে অবশ্য সাবেক পদ্ধতিতেও ফর্ম পূরণ করানো হবে।

এ ছাড়া, জেলার বাকি কলেজগুলি সাবেক পদ্ধতিতে ফর্ম বিলি করে ভর্তির রাস্তাতেই হাঁটছে। এ জন্য প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবকেই দায়ী করেছে তারা। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে ৪ জুন থেকে ফর্ম বিলি শুরু হয়েছে। অধ্যক্ষ সন্তুকুমার বসু বলেন, “আমাদের বলা হয়েছিল, কেন্দ্রীয় ভাবে একটি সফটওয়্যার চালু করে তার ভিত্তিতে অনলাইনে ভর্তি করানো যাবে। কিন্তু যখন সেটা হল না, তখন আমরা তড়িঘড়ি করে আর নিজেদের মতো করে পরিকাঠামো গড়ে তুলতে পারিনি। অনলাইনের বদলে তাই ফর্ম বিলি করেই ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছি।” প্রায় একই বক্তব্য ডোমজুড় আজাদ হিন্দ মহাবিদ্যালয়, বাগনান কলেজ, জয়পুর পঞ্চানন রায় কলেজ কর্তৃপক্ষেরও। এ জন্য যে বিভিন্ন কলেজে ফর্ম বিলি করতে দেরি হচ্ছে সে কথাও মেনে নিয়েছেন কর্তৃপক্ষ।

ফর্ম বিলি করে ভর্তি করানোতে যে অনেক সময়েই জটিলতা বাড়ে, তা ঠারেঠোরে মেনে নিয়েছেন আমতা রামসদয় কলেজ কর্তৃপক্ষ। তাই এ বার স্বচ্ছতা বজায় রাখতে কিছু পদক্ষেপ নিয়েছেন তাঁরা। অধ্যক্ষ প্রলয় তলাপাত্র বলেন, “ফর্ম যাচাই করে মেধা-তালিকা তৈরি হবে। সেই তালিকা যে দিন প্রকাশিত হবে সেই দিনই ছাত্রছাত্রীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি করিয়ে নেওয়া হবে। যাতে পরে কেউ অযোগ্যদের ভর্তি করানোর জন্য তদ্বির করতে না পারে।”

ছাত্রছাত্রীরা অবশ্য অনলাইন ব্যবস্থায় ভর্তির পক্ষে। তাঁদের মতে, এতে অনেক কম দুর্ভোগ হয়। ছাত্র সংসদের ‘দাদাগিরি’র মধ্যে পড়তে হয় না। এই অনলাইনে ভর্তির দাবিতেই শুক্রবার উলুবেড়িয়া, শ্যামপুর, আমতা এবং জয়পুরের কলেজে বিক্ষোভ দেখায় বিজেপি।

online admission form seven colleges at howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy