Advertisement
E-Paper

ডিজিটাল নজরদারিতে ভূগর্ভস্থ জলস্তর, রাজ্য জুড়ে কৃষিকাজের পরিকল্পনায় নতুন দিগন্ত

নতুন প্রযুক্তির ফলে অতিরিক্ত জল ব্যবহার বা ভূগর্ভস্থ জলের অপ্রয়োজনীয় ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি, সেচের সময় ও পরিমাণ নির্ধারণেও কৃষকদের বিশেষ সুবিধা হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:৪৩
Digital monitoring of groundwater levels, new horizons in agricultural planning across the state

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সিলারেটেড ডেভেলপমেন্ট অফ মাইনর ইরিগেশন প্রজেক্ট’-এর আওতায় রাজ্য জুড়ে স্থাপন করা হয়েছে হাজার হাজার ডিজিটাল ওয়াটার লেভেল রেকর্ডার (ডিডব্লিউএলআর), যার মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে জলস্তর পরিমাপ ও পর্যবেক্ষণের কাজ চলছে। এর লক্ষ্য— ভূগর্ভস্থ জলের বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনে টেকসই উন্নয়ন সাধন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নিয়মিত ও নির্ভুল জলস্তর পর্যবেক্ষণ, যাতে বিভিন্ন সময় ও মরসুমে জলের ওঠানামার সঠিক ধারণা পাওয়া যায়। ডিডব্লিউএলআর‌ যন্ত্রগুলি নির্দিষ্ট সময় অন্তর জলস্তরের গভীরতা রেকর্ড করে এবং তা ডিজিটাল প্রক্রিয়ায় কেন্দ্রীয় সার্ভারে পাঠায়। ফলে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে প্রশাসন নির্ধারণ করতে পারে, কোন এলাকায় জলের ঘাটতি বা উদ্বৃত্ত কতটা।

এই তথ্য বিশ্লেষণ করে রাজ্যের কৃষি বিভাগ বৈজ্ঞানিক সেচ পরিকল্পনা প্রণয়ন করছে। এর ফলে অতিরিক্ত জল ব্যবহার বা ভূগর্ভস্থ জলের অপ্রয়োজনীয় ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি, সেচের সময় ও পরিমাণ নির্ধারণেও কৃষকদের বিশেষ সুবিধা হচ্ছে। এই প্রকল্পের অন্যতম বড় সাফল্য হল জলসম্পদ সংরক্ষণ ও পরিকল্পনার জন্য নীতি প্রণয়নে সহায়তা। সংগৃহীত ডেটা শুধু কৃষিক্ষেত্রেই নয়, পানীয় জল সরবরাহ, খরা প্রতিরোধ এবং অন্যান্য জলভিত্তিক উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনাতেও ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া, দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন এবং সম্ভাব্য জলসঙ্কটের পূর্বাভাস তৈরি করা সম্ভব হচ্ছে— যা ভবিষ্যৎ জল ব্যবস্থাপনা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বর্তমানে রাজ্যে ৩৩৬৮টি জল ব্যবহারকারী সমিতি সক্রিয়ভাবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত পর্যবেক্ষণ, তথ্য সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির কাজ চালাচ্ছে। ফলে রাজ্যের কৃষি ব্যবস্থায় বৈজ্ঞানিকতা ও টেকসই উন্নয়নের পথে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে।

Groundwater Irrigation department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy