পুলিশকে ফের হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনে একটি চা চক্রে দিলীপবাবু অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এখানে অপরাধীরা পুলিশের সঙ্গে বসে চা খেতে পারে। আর অন্যায়ের প্রতিবাদ করলে পুলিশের লাঠি খেতে হয়।
তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টটা এক বার দেখে নিন। তা হলেই বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় এ রাজ্যের আইনশৃঙ্খলা কতটা ভাল তা বুঝতে পারবেন। এখানে অবস্থা ভাল বলেই তিনি এ সব কথা বলতে পারেন।’’
পুলিশকে এমন হুমকি অবশ্য দিলীপবাবু ও রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আগেও দিয়েছেন। এ দিন দিলীপবাবু বলেন, ‘‘পিটিয়ে নিন! পেটান ততটাই, পরবর্তী কালে যতটা হজম করতে পারবেন। লাল ডায়েরিতে সব লিখে রাখছি। সুদ বাড়ছে দিন কে দিন। সুদ-সহ সব ফেরত দেব আমরা।’’ তাঁর ইঙ্গিত, আগামী বছর বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতায় এলে পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জবাবে কটাক্ষের সুরেই কল্যাণবাবু বলেন, ‘‘সাত রঙের ডায়েরি লেখা হয়ে গেলেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।’’