Advertisement
E-Paper

শৃঙ্গজয় করে তিনি ফিরলেন, তবে কফিনে

মাকালু (৮,৪৬৩ মিটার) শৃঙ্গ জয় করলেও এ বার বালির বাসিন্দা দীপঙ্কর ঘোষ ফিরলেন ফুলে ঢাকা শববাহী গাড়িতে কফিনবন্দি হয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ০২:৪১
বিদায়: পর্বতারোহী দীপঙ্কর ঘোষের দেহের সামনে তাঁর এক আত্মীয়া। বুধবার, বালিতে। ছবি: দীপঙ্কর মজুমদার

বিদায়: পর্বতারোহী দীপঙ্কর ঘোষের দেহের সামনে তাঁর এক আত্মীয়া। বুধবার, বালিতে। ছবি: দীপঙ্কর মজুমদার

সকাল থেকেই গোটা পাড়া কেমন যেন থমথমে। রাস্তার মোড়ে-মোড়ে টাঙানো ব্যানারে পাড়ার ছেলের ছবি। ঘোষ বাড়ির মাঠে, সাদা কাপড়ে বাঁধা ম্যারাপের সামনে ভিড় জমাচ্ছেন প্রতিবেশী থেকে পরিজনেরা।

যাঁর জন্য এত আয়োজন, তিনি এলেন সকাল ৮টা নাগাদ। প্রতি বছরই কোনও না কোনও পর্বত-শিখর ছুঁয়ে তিনি আসেন, রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষ তাঁর গাড়ির উপরে ফুল ছোড়ে। আর তিনি গাড়ির কাচ নামিয়ে হাত নাড়েন। পরে সকলের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। কিন্তু বুধবার সকালের থমথমে পরিবেশটাই বলে দিচ্ছিল, এ বারটা একেবারে অন্য রকম। মাকালু (৮,৪৬৩ মিটার) শৃঙ্গ জয় করলেও এ বার বালির বাসিন্দা দীপঙ্কর ঘোষ ফিরলেন ফুলে ঢাকা শববাহী গাড়িতে কফিনবন্দি হয়ে।

এ দিন সকাল থেকে বাড়ির পিছন দিকের মাঠে, ম্যারাপের নীচে প্রায় তিন ঘণ্টা রাখা হয়েছিল সেই কফিন। সেখানেই ‘গুরু কৃপা হি কেবলম্’ গান গেয়ে দীপঙ্করকে শ্রদ্ধা জানালেন আত্মীয়, পরিজন থেকে বন্ধু ও প্রতিবেশীরা। সকাল ১১টা নাগাদ কফিন নিয়ে যাওয়া হয় বাড়ির ভিতরে। প্রতিটি অভিযানের পরে ফিরে যে বারান্দায় প্রথম পা রাখতেন দীপঙ্কর, সেখানেই এ দিন তাঁকে শায়িত রাখা হয়। তুষারঝড়ে হারিয়ে গিয়ে মৃত ভাইয়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন জেঠতুতো দাদা শান্তনু। স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘‘আর তো বলবি না ফ্লাস্কে চা আছে, আর করতে হবে না।’’

কয়েক মিনিট বাড়িতে থাকার পরে ফের মাঠে নিয়ে আসা হয় কফিন। সেখানে ওই পর্বতারোহীকে শ্রদ্ধা জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিউগল বাজিয়ে শেষ শ্রদ্ধা জানানোর পরে এনসিসি-র শিক্ষার্থীরা কফিন কাঁধে করে এনে তুলে দেন শববাহী গাড়িতে। দুপুরে উত্তরপাড়া ভদ্রকালীর শিবতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় দীপঙ্করের। বেলানগরের দোতলা বাড়ির ছোট ঘরটায় তখনও সাজানো তাঁর এভারেস্ট, লোৎসে, ধৌলাগিরি, চো-ইউ থেকে শুরু করে অসংখ্য শৃঙ্গ জয়ের স্মৃতি। আর পাড়ার রাস্তার মোড়ে টাঙানো ব্যানারে জ্বলজ্বল করছে, ‘দীপঙ্কর স্যর, আছ তুমি হৃদয় জুড়ে।’

Dipankar Ghosh Mountaineering Makalu Expedition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy