Advertisement
১৯ মে ২০২৪

মদনকে নজরবন্দি করার আর্জি খারিজ

জামিনে মুক্তি পেয়েও ঘরে ফেরা হয়নি মদন মিত্রের। তবে জামিন খারিজের মামলার শুনানি শুরু না-হওয়া পর্যন্ত তাঁকে কড়া নজরে বন্দি রাখার জন্য সিবিআই যে-আবেদন জানিয়েছিল, কলকাতা হাইকোর্ট বুধবার তা খারিজ করে দিয়েছে।

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৩:৫০
Share: Save:

জামিনে মুক্তি পেয়েও ঘরে ফেরা হয়নি মদন মিত্রের। তবে জামিন খারিজের মামলার শুনানি শুরু না-হওয়া পর্যন্ত তাঁকে কড়া নজরে বন্দি রাখার জন্য সিবিআই যে-আবেদন জানিয়েছিল, কলকাতা হাইকোর্ট বুধবার তা খারিজ করে দিয়েছে। সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারিলু জানান, মদনবাবুকে ‘সাধারণ মানুষ’ বলে উল্লেখ করে জামিন দিয়েছে নিম্ন আদালত। কিন্তু জামিন পেতেই মন্ত্রী-বিধায়কেরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনিও যাচ্ছেন যত্রতত্র। এতে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে। তিনি অন্যদের প্রভাবিত করতে পারেন। তিনি বাজারে সব্জি কিনছেন, চা খাচ্ছেন, মেলামেশা করছেন। তাঁকে নজরবন্দি করার নির্দেশ দেওয়া হোক। পরিমার্জন করা হোক জামিনের শর্ত। ডিভিশন বেঞ্চ গত বছর তাঁকে কড়া নজরদারিতে রাখতে নির্দেশ দিয়েছিল বলে জানান রাঘবচারিলু। বিচারপতি নিশীথা মাত্রে বলেন, ‘‘সব্জি বাজারে যাওয়া, চা খেতে যাওয়ার জন্য শর্ত পরিমার্জনের প্রয়োজন নেই। তা ছাড়া সিবিআই যে-কোনও সময় নজরদারি চালাতে পারে। তার জন্য আদালতকে আলাদা নির্দেশ দিতে হবে না।’’ শুনানি শেষে বিচারপতি কথাচ্ছলে মদনবাবুর আইনজীবী সুরেন্দ্রকুমার কপূরকে বলেন, ‘‘আপনার মক্কেলকে সাধারণ মানুষের মতো থাকতে বলুন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madan Mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE