Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিলে বদলের দাবিতে ফের ডাক্তার-মিছিল

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র রাজ্য শাখা সংগঠনগত ভাবে বার্তা পাঠিয়ে সদস্যদের শুক্রবার মিছিলে যেতে নিষেধ করেছিল। তা সত্ত্বেও রাজ্যের নতুন স্বাস্থ্য বিলের বিরোধিতায় আবার পথে নামলেন চিকিৎসকেরা।

প্রতিবাদ: স্বাস্থ্যবিলের বিরোধিতায় কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত চিকিৎসকদের মিছিল। শুক্রবার।নিজস্ব চিত্র ।

প্রতিবাদ: স্বাস্থ্যবিলের বিরোধিতায় কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত চিকিৎসকদের মিছিল। শুক্রবার।নিজস্ব চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০৩:১০
Share: Save:

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র রাজ্য শাখা সংগঠনগত ভাবে বার্তা পাঠিয়ে সদস্যদের শুক্রবার মিছিলে যেতে নিষেধ করেছিল। তা সত্ত্বেও রাজ্যের নতুন স্বাস্থ্য বিলের বিরোধিতায় আবার পথে নামলেন চিকিৎসকেরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি-বেসরকারি চিকিৎসকেরা এ দিন দুপুরে হাজির হন কলেজ স্কোয়ারে। সেখান থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় সুবোধ মল্লিক স্কোয়ারে। সেখানে একটি সভা থেকে চিকিৎসকেরা জানিয়ে দিলেন, নতুন ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের বেশ কয়েকটি সংশোধনী চাই-ই চাই। অন্যথায় ওই আইন প্রয়োগের সিদ্ধান্ত তাঁরা মানবেন না।

এ দিনের মিছিল ও সভার উদ্যোক্তাদের দাবি ছিল, এই কর্মসূচি হবে রাজনৈতিক রং-বর্জিত। কিন্তু আলোচনায় রাজনীতি উঠে এসেছে বারে বারেই। উঠে এসেছে নতুন আইনকে ঘিরে চিকিৎসক সংগঠন আইএমএ-র ঘরোয়া কোন্দলও। এ দিনের প্রতিবাদ-কর্মসূচিতে সামিল চিকিৎসকদের একটা বড় অংশই বাম ও এসইউসি-পন্থী চিকিৎসক সংগঠনের পরিচিত মুখ। পরিচিত তৃণমূলপন্থী চিকিৎসকদের কাউকে অবশ্য দেখা যায়নি।

নিষেধ সত্ত্বেও এমন কর্মসূচি হল কী ভাবে? আইএমএ-র রাজ্য শাখার তরফে শান্তনু সেন বলেন, ‘‘রাস্তায় কে কোথায় হাঁটল বা চেঁচাল, তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এটা কোনও ভাবেই সংগঠনের কর্মসূচি নয়। তবে অনেক সাধারণ মানুষকে ডাক্তার সাজিয়ে অনেক জায়গায় ভিড় বাড়ানোর চেষ্টা চলছে বলে শুনেছি।’’

আরও পড়ুন:শহরে অফিস গড়ার চাহিদা তলানিতে

এই কটাক্ষের বিরুদ্ধ স্বর শোনা যাচ্ছে চিকিৎসক সংগঠনের অন্দরেই। উদ্যোক্তাদের অন্যতম, আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সভাপতি রামদয়াল দুবে বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সিনিয়র ডাক্তারেরা এ দিনের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তা ছাড়া এটা এমনই একটা বিষয়, যেখানে এই ধরনের দলাদলি বা ভাগাভাগি দুর্ভাগ্যজনক।’’

কোনও রকম বিভাজন না-রেখে ওই বিলের বিষয়ে সব ডাক্তারকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয় এ দিনের সভায়। উদ্যোক্তাদের দাবির মধ্যে আছে:

• চিকিৎসকদের প্রাইভেট চেম্বারকে এই আইনের আওতায় রাখা যাবে না।

• সরকারি-বেসরকারি ডাক্তারদের ক্ষেত্রে আলাদা নিয়ম করা যাবে না।

• চিকিৎসায় গাফিলতির ঘটনায় চিকিৎসকদের জেলে পাঠানো চলবে না। তাঁদের বক্তব্য, ডাক্তারদের কাজে ভুল হতে পারে। কিন্তু সেটা কোনও ভাবেই ইচ্ছাকৃত নয়। তাই তাঁদের অপরাধীর সমতুল্য গণ্য করে জেলে ভরার চেষ্টা তাঁরা মানবেন না।

এ দিনের কর্মসূচিতে চিকিৎসকেরা জানান, দু’সপ্তাহের মধ্যে সরকারের তরফে তাঁদের সঙ্গে আলোচনা করে সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া না-হলে তাঁরা টানা অবস্থানে বসবেন।

আজ, শনিবার আইএমএ-র দু’দিনের সম্মেলন শুরু হচ্ছে কলকাতায়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা রাজ্যের স্বাস্থ্য বিলের কট্টর সমালোচক। সম্মেলনে যোগ দিচ্ছেন তাঁরাও। দু’দিনের সম্মেলনে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সে-দিকেই চোখ রাজ্যের চিকিৎসককুলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Rally Doctors Clinical Establishment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE