Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কালকায় জল না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা

যাত্রাপথের অনেকখানি কামরায় জল না মেলার অভিযোগে বিক্ষোভ দেখালেন ডাউন কালকা মেলের যাত্রীরা। শনিবার প্রথমে আসানসোল, পরে হাওড়া স্টেশনে তাঁরা বিক্ষোভ দেখান। এ দিন সকাল ১১টা নাগাদ ট্রেনটি আসানসোলে পৌঁছনোর পরেই প্ল্যাটফর্মে নেমে চিৎকার-চেঁচামেচি শুরু করেন জনা পঞ্চাশ যাত্রী। তাঁদের অভিযোগ, দিল্লি থেকে ট্রেন ছাড়ার পরেই তাঁরা বুঝতে পারেন, সংরক্ষিত কামরায় জল কম রয়েছে।

বিক্ষোভ কালকা মেলের যাত্রীদের। আসানসোল স্টেশনে শৈলেন সরকারের তোলা ছবি।

বিক্ষোভ কালকা মেলের যাত্রীদের। আসানসোল স্টেশনে শৈলেন সরকারের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল ও কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:৪০
Share: Save:

যাত্রাপথের অনেকখানি কামরায় জল না মেলার অভিযোগে বিক্ষোভ দেখালেন ডাউন কালকা মেলের যাত্রীরা। শনিবার প্রথমে আসানসোল, পরে হাওড়া স্টেশনে তাঁরা বিক্ষোভ দেখান।

এ দিন সকাল ১১টা নাগাদ ট্রেনটি আসানসোলে পৌঁছনোর পরেই প্ল্যাটফর্মে নেমে চিৎকার-চেঁচামেচি শুরু করেন জনা পঞ্চাশ যাত্রী। তাঁদের অভিযোগ, দিল্লি থেকে ট্রেন ছাড়ার পরেই তাঁরা বুঝতে পারেন, সংরক্ষিত কামরায় জল কম রয়েছে।
কানপুর পৌঁছনোর পরে স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে সে কথা জানানোও হয়। ট্রেনের গার্ডকেও
বলা হয়। কিন্তু ৪০ মিনিট ট্রেন দাঁড় করিয়ে রাখা হলেও জলের সমস্যার সুরাহা হয়নি।

ট্রেনের যাত্রী খাইরুল আলম, অজিত দাসেরা অভিযোগ করেন, এর পরে গয়া স্টেশনেও বেশ খানিকক্ষণ দাঁড়ায় ট্রেনটি। কিন্তু জল মেলেনি। তাতে ট্রেনের মধ্যেই চেঁচামেচি শুরু হয়। ট্রেনটি ধানবাদ পৌঁছনোর পরে সেখানেও বিক্ষোভ দেখান যাত্রীরা। আসানসোলে ট্রেনটি মিনিট দশেক দাঁড়ায়। সেই সময়ে প্ল্যাটফর্মে যাত্রীরা চেঁচামেচি করেন। পরে হাওড়ায় পৌঁছেও তাঁর বিক্ষোভ দেখান।

রেল সূত্রে অবশ্য বলা হয়েছে, প্রতি কামরায় নির্দিষ্ট পরিমাণ জলের জোগান থাকে। গরমের কারণে যাত্রীদের জলের চাহিদা বেশি থাকায় কোনও সমস্যা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘জলের জোগান ছিল না, এ কথা ঠিক নয়। পূর্ব রেলের এলাকায় আসার আগেই জল ভরা হয়েছে। তবে কোনও সমস্যা হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE