লোকসভা ভোটে এ বারেই প্রথম রাজ্যে বাম-কংগ্রেস আসন সমঝোতা হয়েছে। সেই সূত্রেই ফের যৌথ লড়াইয়ের বার্তা দিতে কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে আবার পথে নামলেন বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা। প্রদীপের সমর্থনে শুক্রবার কলকাতার ১১, ১২ এবং ৫৮ নম্বর ওয়ার্ডে প্রচার চলেছে। পদযাত্রায় যোগ দিয়েছিলেন সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, রূপা বাগচী, সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব। ছিলেন কংগ্রেসের উত্তর কলকাতা জেলা সভাপতি রানা রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী প্রমুখ। নেতৃত্বের দাবি, আসন সমঝোতার সমীকরণ যে বাম-কংগ্রেসের মধ্যে ঐক্যের আবহ তৈরি করছে, তারই প্রমাণ এ দিনের পদযাত্রা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)