Advertisement
১৭ জুন ২০২৪

শিলিগুড়িতেও বিশ্ব বাংলা সরণি

কলকাতার পর এ বার বিশ্ব বাংলা সরণি শিলিগুড়িতেও।সব ঠিকঠাক থাকলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তা ইস্টার্ন বাইপাসের নাম হতে চলেছে ‘বিশ্ব বাংলা সরণি’।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১৫:০০
Share: Save:

কলকাতার পর এ বার বিশ্ব বাংলা সরণি শিলিগুড়িতেও।

সব ঠিকঠাক থাকলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তা ইস্টার্ন বাইপাসের নাম হতে চলেছে ‘বিশ্ব বাংলা সরণি’। সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই রাস্তার নতুন নামকরণের ব্যাপারে প্রাথমিক সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সরকারি পর্যায়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

রাস্তাটি জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার আওতায় পড়ে। সেখানকার বিধায়ক, পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘আমরা প্রায় ১৪২ কোটি টাকায় ওই রাস্তাটি সংস্কার করে ঝকঝকে ও পোক্ত করেছি। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাতায়াতের অন্যতম পথ হিসেবে তা এখন পরিচিত। কাজেই সেটির নাম বিশ্ব বাংলা সরণি হলে দুই-শহরের মাথাতেই নতুন মুকুট হবে।’’ পাহাড়ের পুরভোট পর্ব মিটলে সরকারি ভাবে সব কিছু জানানো সম্ভব হবে বলে পর্যটন মন্ত্রী জানান।

‘বিশ্ববাংলা’র ভাবনা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীরই। ক্ষমতাসীন হওয়ার দু’বছরের মাথায় দেশ-বিদেশের নানা মহলে রাজ্যের ভাবমূর্তি তুলে ধরতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড-এর সূচনা করেছিলেন তিনি। সে সময় অনেকেই গুজরাতের সঙ্গে তুলনা টেনেছিলেন। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘ভাইব্র্যান্ট গুজরাত’কে তুলে ধরতে বেছে নিয়েছিলেন চিত্রতারকা অমিতাভ বচ্চনকে। আর এ রাজ্যে ‘বিশ্ব বাংলা’র ব্র্যান্ড অ্যামবাসাডর হন চিত্রতারকা শাহরুখ খান।

আমজনতা তো বটেই, শিল্প মহলেও ওই ব্র্যান্ডের প্রচার ক্রমশ জোরদার হয়। ইতিমধ্যেই কলকাতায় চিংড়িঘাটা মোড় থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে সাজিয়ে ‘বিশ্ব বাংলা সরণি’ নামকরণ হয়েছে। ওই রাস্তা ধারে নানা সুদৃশ্য মডেল প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববাংলা ব্যান্ডকে তুলে ধরা হয়েছে।

সূত্রের খবর, পুরোপুরি কলকাতার ধাঁচেই সাজবে শিলিগুড়ির প্রস্তাবিত বিশ্ব বাংলা সরণি। শালুগাড়া থেকে জলপাইগুড়ি শহরের প্রবেশ মুখ পর্যন্ত ৪টি জায়গায় ‘বিশ্ববাংলা ব্র্যান্ড’-এর নানা মডেল থাকবে। রাস্তার ধারের কয়েকটি জায়গায় সৌন্দর্যায়নের পরে ছোট মাপের পার্কও গড়া হবে। রাস্তাটি তৈরি করেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eastern Bypass Siliguri Biswa Bangla Sarani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE