Advertisement
২৬ এপ্রিল ২০২৪
এমপিএস

কে ফেরাবে টাকা, চ্যালেঞ্জ ইডি-র

বিভিন্ন বেসরকারি অর্থ লগ্নি সংস্থায় টাকা রেখে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ফিরিয়ে দেওয়াই তাদের প্রধান কাজ বলে কলকাতা হাইকোর্টের বিশেষ আদালত জানিয়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টেরই গড়ে দেওয়া একটি কমিটি চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এবং চ্যালেঞ্জটা এসেছে একটি তদন্ত সংস্থার কাছ থেকেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০৩:১০
Share: Save:

বিভিন্ন বেসরকারি অর্থ লগ্নি সংস্থায় টাকা রেখে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ফিরিয়ে দেওয়াই তাদের প্রধান কাজ বলে কলকাতা হাইকোর্টের বিশেষ আদালত জানিয়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টেরই গড়ে দেওয়া একটি কমিটি চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এবং চ্যালেঞ্জটা এসেছে একটি তদন্ত সংস্থার কাছ থেকেই।

অর্থ লগ্নি সংস্থা এমপিএস-এর আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট যে-তালুকদার কমিটি গড়েছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। টাকা ফেরানোর জন্য যিনি বিশেষ আদালত গড়ে দিয়েছেন, হাইকোর্টের সদ্য-প্রাক্তন প্রধান বিচারপতি সেই মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চই মাস দুয়েক আগে প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারকে নিয়ে এক সদস্যের ওই কমিটি গড়েছিল। ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে সেই কমিটি।

রাজ্য সরকার ওই তালুকদার কমিটিতে নোডাল অফিসার নিয়োগ নিয়ে গড়িমসি করতে থাকায় চেল্লুর সম্প্রতি প্রশাসনকে তুলোধোনা করেন। বলেন, নোডাল অফিসার নিয়োগ নিয়ে রাজ্য সরকার নাটক করছে। তার পরেই এল ইডি-র মামলার ধাক্কা। কেন এই মামলা?

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ইডি-র সল্টলেক অফিস সম্প্রতি তাদের দিল্লির প্রধান কার্যালয়কে ওই মামলা ঠোকার সুপারিশ করে। সুপারিশে তারা জানায়, বেআইনি অর্থ লগ্নি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার রয়েছে কেবল ইডি-রই। কলকাতা হাইকোর্ট প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে যে-কমিটি গড়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনও রকম সাংবিধানিক বৈধতাই নেই তাদের। ইডি-র একটি সূত্র জানায়, তাদের দিল্লির অফিস ওই সুপারিশ খতিয়ে দেখে সর্বোচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে গত ২২ অগস্ট মামলা দায়ের করা হয়। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MPS investors ED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE